কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি বন্দিদের ন্যূনতম চিকিৎসাও করেনি ইসরায়েল

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত।
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত।

চতুর্থ ধাপে আরও ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তবে এসব জিম্মিদের সঙ্গে অমানবিক আচরণ করেছে ইসরায়েল। এমনকি ন্যূনতম চিকিৎসাও দেয়নি তারা। অন্যদিকে ফিলিস্তিনিদের আচরণে মুগ্ধ হয়েছে থাই নাগরিকরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেনিনের বাসিন্দা মোহাম্মাদ নাজেল নামের এক তরুণ ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার সময় তার হাত একটি হাত কাপড়ে ঝোলানো ছিল। তিনি মুক্তি পেয়ে আলজাজিরার সঙ্গে আলাপকালে ইসরায়েলের নির্মমতার কথা বর্ণনা দিয়েছেন।

নাজাল বলেন, সপ্তাহখানেক আগে ইসরায়েলের গার্ডরা পিটিয়ে তার হাত ও আঙুল ভেঙে দিয়েছে। তার অভিযোগ, কারাগারে তাকে ন্যূনতম চিকিৎসাও দেয়নি। কেবল ফিলিস্তিনে হস্তান্তর করার সময় রেড ক্রসের সদস্যরা তার ভাঙা হাত একটি কাপড়ে ঝোলানো অবস্থায় পাঠিয়েছেন।

তিনি বলেন, তারা আমাকে কিছুই দেয়নি। ইসরায়েলিরা আমার হাত ভেঙে দিয়েছে। আমি আঙুল নাড়াতেও পারছি না।

নাজাল বলেন, কারাগারে বন্দিদের অবস্থা শোচনীয়। নেগেভ মরুভূমির যে কারাগারে তিনি ছিলেন সেটি নির্মমতার জন্য কুখ্যাত ছিল। সেখানকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সেখানে বৃদ্ধদের মেঝেতে ফেলে রাখা হয়েছে। আমি তরুণ বলে আমি মানিয়ে নিতে পারছি। কিন্তু বৃদ্ধদের কি অবস্থা!

নাজাল যখন অবস্থার বর্ণনা দিচ্ছিলেন তখন তার পাশে তার মা ছিলেন। তিনি বলেন, আমাদের কোনো ধারণা নেই যে তার সঙ্গে কি ঘটেছে। সেখানে কথা বলার কোনো সুযোগ নেই। দেখাও করা যায় না। কোনো ধরনের কিছুই নেই।

এদিকে গত শুক্রবার থেকে হামাস-ইসরায়েলের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। পরে সোমবার এটির মেয়াদ আরও দুদিন বাড়ানোর কথা জানায় কাতার।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা উপত্যকায় আরও দুদিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। একই শর্ত অনুসারে অস্থায়ী মানবিক এ যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। ইসরায়েল এবং হামাসের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কাতার এবং মিসর।

হামাস-ইসরায়েলের চার দিনের যুদ্ধবিরতির শেষ দিন ছিল আজ। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শেষ হওয়ার কথা ছিল যুদ্ধবিরতির মেয়াদ। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নতুন করে যুদ্ধবিরতির সময় আরও ২ দিন বাড়ানো হলো।

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার জানিয়েছিলেন, উপত্যকায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তার প্রশাসনের কোনো আপত্তি নেই। তবে, এ জন্য শর্ত বেঁধে দিয়েছেন তিনি। তিনি জানান, একদিন মেয়াদ বাড়াতে ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

করাইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট ও ক্লিনিক স্থাপনের আশ্বাস তারেক রহমানের

আমরা বুড়ো হয়ে গেছি—চঞ্চলকে বললেন পরী

রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

যে কারণে পদ হারালেন বিএনপির ২ নেতা

শিশু শিক্ষায় মানদণ্ড, রাষ্ট্র পরিচালনায় নৈতিক পতন

সৌদিতে কমছে প্রবাসীদের কাজের সুযোগ, নতুন নির্দেশনা জারি

জামায়াতের ৭ নেতা পাচ্ছেন নিরাপত্তা

মাঠ ছেড়ে শুনানিতে? হাজিরা দিয়ে কী বললেন ভারতের এই তারকা ক্রিকেটার?

তুরস্ক-কাতারকে হুমকি দিলেন নেতানিয়াহু

প্রেমিকার পাঠানো চিঠি গেল বাবার হাতে, অতঃপর…

১০

মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান

১১

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে এক বিয়ে, ৭৫ মিনিটে বিচ্ছেদ

১২

শাহরুখকে ‘চাচা’ ডাকলেন তুর্কি অভিনেত্রী! ভাইরাল স্ক্রিনশট ঘিরে তোলপাড়

১৩

ভারতে বিশ্বকাপ খেলার ব্যাপারে যা জানালেন লিটন দাস

১৪

গ্রিনল্যান্ড দখলের এআই নির্মিত ছবি শেয়ার করলেন ট্রাম্প

১৫

ভাড়াটিয়াদের ছাদের ও মূল গেটের চাবি দেওয়ার নির্দেশ

১৬

বাংলাদেশি শতাধিক জেলেকে এখনো ফেরত দেয়নি আরাকান আর্মি

১৭

বিমা খাতের ১০ প্রতিষ্ঠান পাচ্ছে পুরস্কার

১৮

১৯৬ আসনে জাপার প্রার্থী চূড়ান্ত

১৯

তারেক রহমানের সম্মানে প্রার্থিতা প্রত্যাহার করলেন সরওয়ার

২০
X