কালবেলা ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে ভারত ছাড়লেন ট্রুডো

বিমানবন্দরে ট্রুডোকে বিদায় জানাচ্ছেন কর্মকর্তারা। ছবি : টুইটার

অবশেষে ভারত ছেড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে টানা ৪৮ ঘণ্টা আটকা পড়ার পর মঙ্গলবার ভারত ছেড়েছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, রোববার বিকেলে জি-২০ সম্মেলন থেকে ফেরার সময়ে তার বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়া। ফলে তাকে হোটেলে ফিরতে হয়। এরপর টানা ৪৮ ঘণ্টা হোটেলে আটকা পড়েন তিনি। মঙ্গলবার তার বিমানের ত্রুটি সারিয়ে নেয় বিমানবাহিনীর বিশেষজ্ঞ দল। এরপর নিজ দেশের উদ্দেশে রওনা দেন কানাডার প্রধানমন্ত্রী।

ত্রুটির সময়ে ট্রুডোর অফিসের বরাতে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এজন্য স্পেয়ার পার্টস নিয়ে কানাডা থেকে একটি ব্যাক আপ বিমান ভারতে যাচ্ছে। এটি দিয়ে ত্রুটি সমাধান করার চেষ্টা করা হবে। যদি তা সম্ভব না হয় তাহলে ব্যাকআপ বিমানেই দেশে ফিরতে পারেন ট্রুডো।

অভিযোগ রয়েছে, ট্রুডোর এবারের ভারত সফর মোটেই ভালো যায়নি। বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে এতক্ষণ আটকা থাকলেও ভারতের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করা হয়নি। এর আগে কানাডায় ভারতবিরোধী কার্যক্রম অব্যাহত থাকায় নিজেদের দৃঢ় উদ্বেগের কথাও জানিয়ে দেয় ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার ভারত সরকারের সঙ্গে ট্রুডোর কোনো সম্পৃক্ততা ছিল না। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিক সম্পৃক্ততার বিষয়ে কানাডার পক্ষ থেকে তারা কোনো অনুরোধ পাননি। বিমানবন্দরে ট্রুডোকে স্বাগত জানানোর দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্র শেখরের কার্যালয়ও বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া স্থানীয় হাইকমিশন থেকে যে যোগাযোগ করা হয়েছে, এরও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব মোহাম্মদ হুসেন বলেন, প্রতিনিধিদলকে দেশে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করছেন কানাডিয়ান সশস্ত্র বাহিনীর সদস্যরা। সবশেষ তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তারা দিল্লি ছাড়তে পারেন।

এর আগে ট্রুডোকে দেশে নিয়ে যেতে আরেকটি ব্যাকআপ বিমান কানাডা থেকে রওনা হয়েছিল। বিমানটির গতকাল সোমবার রাত ১১টা নাগাদ দিল্লি এসে পৌঁছানোর কথা ছিল।

এক বিবৃতিতে ট্রুডোর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর এ বিমানটির দেখাশোনা করে কানাডার বিমানবাহিনী। বিমানের যান্ত্রিক গোলোযোগ রাতারাতি মেরামত সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদলকে দিল্লিতেই অবস্থান করতে হবে।

তবে ট্রুডোর বিমানে আসলে কী গোলোযোগ হয়েছে, তা এখনো জানা যায়নি। এ নিয়ে নিজ দেশেও বিতর্কের মুখে পড়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

নৌকার প্রার্থীকে শুভেচ্ছা জানানো সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আ.লীগ প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে শোকজ

পঞ্চগড়ে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

ভাগ-বাটোয়ারার নির্বাচন করতে দেবে না জনগণ : রিজভী

দক্ষিণ আফ্রিকায় অর্থ পাচারে ৫ বাংলাদেশির নাম

স্বামীর খোঁজে বাংলাদেশে ভারতীয় তরুণী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : শামীম ওসমানকে শোকজ

ইসির সিদ্ধান্তে আওয়ামী লীগের আস্থা আছে : ওবায়দুল কাদের

ফার্মগেটে জোড়া ককটেল বিস্ফোরণ

১০

মায়ের হত্যার বিচার করতে, বিপাশা হতে চায় পুলিশ

১১

বিশিষ্টজনদের মতামত / গণতন্ত্র রক্ষায় নির্বাচনের বিকল্প নেই

১২

ভার্চুয়াল বৈঠক / ইইউকে নির্বাচন বয়কটের কারণ জানাল বিএনপি 

১৩

ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

১৪

যে কারণে যুদ্ধবিরতির আলোচনা শেষ করে দিল ইসরায়েল

১৫

‘নতুন শিক্ষাক্রম প্রণয়নের নামে প্রজন্ম ধ্বংসের নীলনকশা করেছে সরকার’

১৬

ভূমিকম্প আতঙ্কে দোতলা থেকে লাফ দিয়ে দুই শিক্ষার্থী আহত

১৭

জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর

১৮

ইউএনওর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর 

১৯

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক

২০
X