কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বর্ণের বিনিময়ে যৌনতা : অবৈধ খনির অন্ধকার জীবন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্রাজিলের অ্যামাজনের এক ছোট শহরে বসবাস করেন দায়ানে লেইতে, যিনি কখনোই যৌনকর্মী হতে চাননি। ১৭ বছর বয়সে স্বামী হারানোর পর, তার কাছে একমাত্র পথ ছিল জীবনের ক্ষুদ্রতম জিনিসগুলো সংগ্রহ করে পরিবারকে বাঁচিয়ে রাখা।

কিন্তু একদিন, তার স্বামী হারানোর পর সে রকম কিছু প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে না পেরে তার এক বন্ধু তাকে অবৈধ স্বর্ণখনিতে কাজ করার পরামর্শ দেয়। দায়ানে বাধ্য হয়ে সে পথ ধরেছিলেন।

১৮ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর দায়ানে নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে ফেলেন। ওই সময় থেকে জীবনের প্রাত্যহিক চাহিদা পূরণের জন্য তিনি খনিতে কাজ শুরু করেন।

কখনো রান্না, কখনো কাপড় ধোয়া, আবার কখনো বারকিপার, আর কখনো যৌনকর্মী হিসেবে কাজ করতে হতো। এত কিছুর পরও তার পরিবার জীবিকার জন্য এ কাজের উপর নির্ভরশীল ছিল।

এখানকার জীবন অত্যন্ত কঠিন। শহরের অধিকাংশ বাড়ি কাদামাটির রাস্তায় এবং একেবারে আদিম পরিবেশে গড়া। শিবিরের ভেতর মানুষ কাঠ এবং ত্রিপল দিয়ে তৈরি ঝুপড়ি ঘরে বাস করে এবং সাপ, জাগুয়ারের মতো বন্যপ্রাণী দিয়ে পরিবেষ্টিত থাকে। খনি শ্রমিকরা জীবনের বিপদ মাথায় নিয়ে এখানে বাস করেন, তবে তাদের মনের মধ্যে কখনোই শান্তি আসে না।

যদিও দায়ানেও জানেন, খনি শ্রমিকরা দুর্দশার মধ্যে থাকেন, তবে নারী শ্রমিকদের অবস্থা আরও ভয়াবহ। প্রায়ই খনিতে সহিংসতার ঘটনা ঘটে। দায়ানের কথায়, এখানে অনেক নারীকেই শিকার হতে হয় সহিংসতার, এমনকি অনেককে হত্যা করা হয়।

গত বছর, ২৬ বছর বয়সী রাইয়েলে সান্তোস নামে এক তরুণী খনিতে তার জীবন শেষ করে, কারণ সে যৌন সম্পর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

তারপরও, সোনা ব্যবসায়ীদের কাছে অবৈধ খনি থেকে আসা সোনা রপ্তানি হয়, যা পরে গয়না, মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্য তৈরি করতে ব্যবহৃত হয়।

ব্রাজিলের খনি অঞ্চলগুলোর পরিবেশগত ক্ষতির ব্যাপারটি সবার কাছে পরিচিত, কিন্তু সহিংসতা, যৌন নিপীড়ন, এবং মানব পাচারের বিষয়গুলো প্রায়ই গোপন থাকে।

দায়ানে, যা সে শুরুর দিকে চিন্তা করেনি, এখন নিজের ভবিষ্যতের জন্য পরিবর্তন চায়। তিনি খনি থেকে বের হয়ে একটি স্ন্যাকস বার চালু করার পরিকল্পনা করেন। তবে, এ পরিকল্পনার সফলতা নিয়ে তার আশঙ্কা রয়েছে, কারণ তিনি জানেন, জীবনের এই দুঃখজনক সংগ্রাম এত সহজে শেষ হবে না।

তবে তার কথা হলো, আমি চেষ্টা চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত পারি। কারণ আমি আশা করি একদিন আমার সন্তানরা বলবে, আমাদের মা অনেক পরিশ্রম করেছেন। তিনি আমাদের জন্য অনেক কিছু সহ্য করেছেন, কখনো হাল ছাড়েননি।

এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা অবৈধ খনি বন্ধ করার প্রচেষ্টা চালালেও সোনার মূল্য বৃদ্ধি এই অবৈধ কার্যক্রম চালিয়ে যেতে উদ্বুদ্ধ করে। এমনকি এ ধরনের খনির নারী শ্রমিকদের প্রতি সহিংসতা এবং মানবিক ক্ষতির ঘটনা অপ্রকাশিত থেকে যায়।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি অনুমোদন দিলো ইসরায়েল

সমর্থকদের চমকে দিয়ে অধিনায়কের নাম জানাল ঢাকা ক্যাপিটালস

৬ ঘণ্টা ধরে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

দীর্ঘ ১৮ বছর পর প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত স্কুলশিক্ষক

বরিশালে বাস ভাঙচুর, ডিসি কার্যালয়ে বিক্ষোভ

আজ রাজধানীর কোথায় কী?

২০২৫ সালে সিরিয়ার শিবির ছেড়েছে তিন হাজারের বেশি পরিবার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু

১০

গলতে গলতে পুরোপুরি বরফশূন্য হয়ে পড়ছে ভেনেজুয়েলা

১১

অপরাধী গ্রেপ্তার না হওয়ায় রহুল কবির রিজভীর ক্ষোভ

১২

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্র সচিব

১৪

রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : ঢাকা-১০ আসনের প্রার্থী

১৫

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

১৬

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

১৭

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৮

কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক

১৯

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

২০
X