কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ
ইরাক-ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি

ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সহায়তা করলে কড়া জবাব

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা। ছবি : রয়টার্স
গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করলে কড়ার জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরাক-ইয়েমেনের বিভিন্ন সশস্ত্র সংগঠন। তারা বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা দিলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে তার জবাব দেওয়া হবে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তার ঘোষণা দিয়েছে। দেশটি এরইমধ্যে ইসরায়েলকে রণতরী ও যুদ্ধবিমান পাঠানোর কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের এ হামলাকে ‘স্পষ্ট শয়তানি কাজ’ বলে মন্তব্য করেছে। এরপরই ইয়েমেন ও ইরাক থেকে এমন হুমকি এসেছে।

যুক্তরাষ্ট্রকে এমন হুমকি দেওয়া সশস্ত্র সংগঠনগুলো হল কাতাইব হিজবুল্লাহ, বদর অর্গানাইজেশন ও হুথি। এসব সংগঠনের কোনোটির বিরুদ্ধে এর আগেও মার্কিনি স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ইরাকে ২৫০০ ও সিরিয়ায় ৯০০ সেনা নিয়ে মিশন রয়েছে। ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) এ দুই দেশের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিলে সেখানে মিশন পাঠায় যুক্তরাষ্ট্র।

ইরাকের কাতাইব হিজবুল্লাহ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সহায়তা করলে তাদের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এর আগেও তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্থাপনায় সামরিক সহায়তার অভিযোগ করা হয়েছিল। তবে তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

ইরাকের রাজনীতিবীদ ও বদর অর্গানাইজেশনের নেতা হাদি আল আমির সোমবার একই ধরনের হুমকি দিয়েছেন। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে তাহলে আমারও হস্তক্ষেপ করব...। আমরা সব আমেরিকানকে নিজেদের লক্ষ্যবস্তু বানাব।

বদর অর্গানাইজেশন পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) সদস্যদের বড় একটি অংশের সমন্বয়ে গঠিত। এটি দেশটির রাষ্ট্রীয় আধাসামরিক সংস্থা।

ফিলিস্তিনিদের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জানিয়েছে পিএমএফ। তারা বলছে, ফিলিস্তিনের এ হামলা ছিল মূলত ইসরায়েল কর্তৃক তাদের নিপীড়নমূলক কর্মকোণ্ডের কারণে। এজন্য ইরাক তাদের প্রতি সমর্থন দিয়েছে।

ইয়েমেনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হুথির এক শীর্ষ নেতা জানিয়েছেন, গাজায় যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপের কড়া জবাব দেওয়া হবে। প্রয়োজনে হামাসের হয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য সামরিক উপায় অবলম্বন করে হামলা চালানো হবে।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে ইরাকে ইরান সমর্থিত সন্ত্রাসীরা দেশটির মার্কিন সেনাবাহিনী ও বাগদাদের মার্কিন দূতাবাসে রকেট হামলা চালিয়েছে। তবে গত বছর যুদ্ধবিরতির কারণে এ সংখ্যা হ্রাস পেয়েছে। তবে এরমধ্যে আবার এসব দেশ নতুন করে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশল শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

‘ভারতে পরমাণু হামলা চালাও, ট্রাম্পকে হত্যা করো’ লেখা বন্দুক দিয়ে হামলা

এসএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদলের

ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

নববধূর আত্মীয়ের হাতে বরের মৃত্যু, আনন্দ প্রকাশেই ছুড়েছিলেন গুলি

জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের বুশরা

১৮ সেপ্টেম্বর পর্যন্ত বুয়েটের সব পরীক্ষা স্থগিত

১০

বিইউবিটিতে ‘সেরা শিক্ষক পুরস্কার ২০২৫’ প্রদান 

১১

নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে?

১২

‘কমপ্লিট শাটডাউনে’ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো

১৩

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা : লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

১৪

মেসিকে নয়, আর্জেন্টাইন লিগে নেইমারকেই চান ডি মারিয়া

১৫

সাবিলা নূর কেন চুপ ছিলেন?

১৬

এক যুগ পর বাড়ি ফিরলেন ওমান ফেরত মানসিক ভারসাম্যহীন সুমন

১৭

এইডস রোগীদের বাঁচাতে টিকা আনছে রাশিয়া

১৮

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

১৯

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

২০
X