বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ এএম
অনলাইন সংস্করণ

দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল জামালপুরের ধানুয়া কামালপুরের স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ সম্মাননা দেওয়া হয়।

১৯৭১ সালে এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় বর্তমান জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুরে। জেড ফোর্সের অধীন ১ম বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর ৯৩ ব্রিগেডের অধীন ৩১ বালুচ রেজিমেন্টের ৩১ জুলাই থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত যুদ্ধশেষে দেশের প্রথম এলাকা হিসেবে হানাদারমুক্ত হয় এ অঞ্চল।

সমিতির নির্বাহী সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে কামালপুরের যুদ্ধের স্মৃতিচারণ করেন এ যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

সমিতির মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, একাত্তরের গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল জামালপুরে, যেখানে বিপুল সংখ্যক স্থানীয় অধিবাসী যোগ দিয়ে একে জনযুদ্ধে রূপ দিয়ে দেশের সর্বপ্রথম হানাদারমুক্ত অঞ্চল প্রতিষ্ঠিত করেছিল। সে যুদ্ধের জীবিত মুক্তিযোদ্ধাদের সবাইকে সম্মান জানাবে জামালপুর সমিতি। পাশাপাশি ২০২৪-এর মুক্তিযুদ্ধে জামালপুরের এখন পর্যন্ত প্রাপ্ত তালিকা অনুযায়ী ১৭ শহীদের পরিবারকে অনুদান কিংবা কর্মসংস্থানের উদ্যোগ নেবে।

অনুষ্ঠানে ছাত্র ও যুব প্রতিনিধিরা জামালপুর জেলার ২৪-এ আহত যোদ্ধাদের তালিকা প্রণয়ন করে তাদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করার অঙ্গীকার করেন।

অধ্যাপক আনু মুহাম্মদ মুক্তিযুদ্ধকালে ব্যক্তিগত স্মৃতিচারণ করেন এবং কামালপুরের যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এবং জাতির সংকটে বীর মুক্তিযোদ্ধাদের মতো এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বীরত্বগাথা যতদিন জাতি স্মরণ করবে, ততদিন কোনো অপশক্তি দেশকে বিভাজিত করতে পারবে না। ২৪-এর আন্দোলনে ছাত্র-জনতা তা প্রমাণ করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, মো. সুজাত আলী, অধ্যাপক ডা. আব্দুর রহমান, যুগ্মসম্পাদক রাজু তালুকদার, হুমায়ুন কবীর আকন্দ, যুবনেতা আশরাফ ফারুক হীরা, প্রবাসী নেতা মো. জাকির হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১০

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১১

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১২

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৩

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১৪

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৫

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১৬

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৭

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

১৮

ইসলামেই আসবে সত্যিকারের মুক্তি : চরমোনাই পীর

১৯

হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ, যৌথ লকারে সোনার নৌকা-গয়না

২০
X