কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ এএম
অনলাইন সংস্করণ

দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল জামালপুরের ধানুয়া কামালপুরের স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ সম্মাননা দেওয়া হয়।

১৯৭১ সালে এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় বর্তমান জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুরে। জেড ফোর্সের অধীন ১ম বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর ৯৩ ব্রিগেডের অধীন ৩১ বালুচ রেজিমেন্টের ৩১ জুলাই থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত যুদ্ধশেষে দেশের প্রথম এলাকা হিসেবে হানাদারমুক্ত হয় এ অঞ্চল।

সমিতির নির্বাহী সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে কামালপুরের যুদ্ধের স্মৃতিচারণ করেন এ যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

সমিতির মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, একাত্তরের গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল জামালপুরে, যেখানে বিপুল সংখ্যক স্থানীয় অধিবাসী যোগ দিয়ে একে জনযুদ্ধে রূপ দিয়ে দেশের সর্বপ্রথম হানাদারমুক্ত অঞ্চল প্রতিষ্ঠিত করেছিল। সে যুদ্ধের জীবিত মুক্তিযোদ্ধাদের সবাইকে সম্মান জানাবে জামালপুর সমিতি। পাশাপাশি ২০২৪-এর মুক্তিযুদ্ধে জামালপুরের এখন পর্যন্ত প্রাপ্ত তালিকা অনুযায়ী ১৭ শহীদের পরিবারকে অনুদান কিংবা কর্মসংস্থানের উদ্যোগ নেবে।

অনুষ্ঠানে ছাত্র ও যুব প্রতিনিধিরা জামালপুর জেলার ২৪-এ আহত যোদ্ধাদের তালিকা প্রণয়ন করে তাদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করার অঙ্গীকার করেন।

অধ্যাপক আনু মুহাম্মদ মুক্তিযুদ্ধকালে ব্যক্তিগত স্মৃতিচারণ করেন এবং কামালপুরের যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এবং জাতির সংকটে বীর মুক্তিযোদ্ধাদের মতো এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বীরত্বগাথা যতদিন জাতি স্মরণ করবে, ততদিন কোনো অপশক্তি দেশকে বিভাজিত করতে পারবে না। ২৪-এর আন্দোলনে ছাত্র-জনতা তা প্রমাণ করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, মো. সুজাত আলী, অধ্যাপক ডা. আব্দুর রহমান, যুগ্মসম্পাদক রাজু তালুকদার, হুমায়ুন কবীর আকন্দ, যুবনেতা আশরাফ ফারুক হীরা, প্রবাসী নেতা মো. জাকির হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

চেরকির ঝলকে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

১০

‘উৎসবমুখর নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তির নিয়ন্ত্রণ জরুরি’

১১

ফিলিস্তিনের পশ্চিম তীরে কারফিউ জারি

১২

জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন

১৩

ইসরায়েলের ওপর ক্ষেপল সোমালিয়া, সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৪

জনতা গ্রুপ-কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা

১৫

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়েরকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ 

১৬

২ ভাইকে কুপিয়ে হত্যা

১৭

ফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে তাসনিম জারার বক্তব্য

১৮

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি 

১৯

হত্যাসহ ১০ মামলার আসামি মহিলা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

২০
X