কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ এএম
অনলাইন সংস্করণ

দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল জামালপুরের ধানুয়া কামালপুরের স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ সম্মাননা দেওয়া হয়।

১৯৭১ সালে এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় বর্তমান জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুরে। জেড ফোর্সের অধীন ১ম বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর ৯৩ ব্রিগেডের অধীন ৩১ বালুচ রেজিমেন্টের ৩১ জুলাই থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত যুদ্ধশেষে দেশের প্রথম এলাকা হিসেবে হানাদারমুক্ত হয় এ অঞ্চল।

সমিতির নির্বাহী সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে কামালপুরের যুদ্ধের স্মৃতিচারণ করেন এ যুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

সমিতির মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, একাত্তরের গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল জামালপুরে, যেখানে বিপুল সংখ্যক স্থানীয় অধিবাসী যোগ দিয়ে একে জনযুদ্ধে রূপ দিয়ে দেশের সর্বপ্রথম হানাদারমুক্ত অঞ্চল প্রতিষ্ঠিত করেছিল। সে যুদ্ধের জীবিত মুক্তিযোদ্ধাদের সবাইকে সম্মান জানাবে জামালপুর সমিতি। পাশাপাশি ২০২৪-এর মুক্তিযুদ্ধে জামালপুরের এখন পর্যন্ত প্রাপ্ত তালিকা অনুযায়ী ১৭ শহীদের পরিবারকে অনুদান কিংবা কর্মসংস্থানের উদ্যোগ নেবে।

অনুষ্ঠানে ছাত্র ও যুব প্রতিনিধিরা জামালপুর জেলার ২৪-এ আহত যোদ্ধাদের তালিকা প্রণয়ন করে তাদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করার অঙ্গীকার করেন।

অধ্যাপক আনু মুহাম্মদ মুক্তিযুদ্ধকালে ব্যক্তিগত স্মৃতিচারণ করেন এবং কামালপুরের যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এবং জাতির সংকটে বীর মুক্তিযোদ্ধাদের মতো এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বীরত্বগাথা যতদিন জাতি স্মরণ করবে, ততদিন কোনো অপশক্তি দেশকে বিভাজিত করতে পারবে না। ২৪-এর আন্দোলনে ছাত্র-জনতা তা প্রমাণ করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, মো. সুজাত আলী, অধ্যাপক ডা. আব্দুর রহমান, যুগ্মসম্পাদক রাজু তালুকদার, হুমায়ুন কবীর আকন্দ, যুবনেতা আশরাফ ফারুক হীরা, প্রবাসী নেতা মো. জাকির হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকে বহিষ্কার

নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে আ.লীগের নেতারা

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে যে ১১ অভ্যাস

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা বদলে যাবে, যা যুক্ত হবে

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের আপিল শুনানি আজ

জলবায়ু সংস্থাগুলো থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

বাবাকে নিয়ে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট

মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে শিক্ষা

১০ বছর ধরে ‘বোমার’ ওপর ধোয়া হচ্ছিল কাপড়

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

১০

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

১১

প্রতিবার ঘরের মেঝে মোছার পরও কীভাবে ধরে রাখবেন সুগন্ধ

১২

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৩

সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর না হোক : রুমিন ফারহানা

১৪

চানখাঁরপুল হত্যা মামলার রায় আজ

১৫

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

১৬

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

১৭

মির্জা ফখরুলের জন্মদিন আজ

১৮

সাড়ে ৩০০ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরিডুবি

১৯

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

২০
X