কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ৫

ডিএমপির হাতে গ্রেপ্তার প্রতারক চক্রের পাঁচ সদস্য ও উদ্ধার গাড়ি। ছবি : কালবেলা
ডিএমপির হাতে গ্রেপ্তার প্রতারক চক্রের পাঁচ সদস্য ও উদ্ধার গাড়ি। ছবি : কালবেলা

পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকা মূল্যের চারটি গাড়ি আত্মসাতের অভিযোগে চারটি গাড়ি উদ্ধারসহ পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জারাক আহমেদ (৩৮), আবুল কালাম রিফতিয়ার (৩৮), মো. জামির হোসেন (৩৬), মো. সজল আহম্মেদ (৩০) ও আব্দুর রহমান রুবেল (৫৬)।

বুধবার (১৫ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা যায়, গাড়ি ব্যবসায়ী মো. ইমদাদুল হক খান ওরফে নওশাদের তেজগাঁওয়ের শোরুম থেকে বিক্রয়ের উদ্দেশে গত ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে চারটি গাড়ি ডেলিভারি চালানমূল্যে নর্দ্দা প্রগতি স্মরণি এলাকায় এবি ড্রাইভ লিমিটেডের শোরুমে নিয়ে যান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জারাক আহমেদ ও চেয়ারম্যান মো. জামির হোসেন। গাড়ি চারটি হলো- ২০২৩ মডেলের একটি টয়োটা হেরিয়ার জিপ, ২০১৮ মডেলের একটি টয়োটা ভেলফেয়ার জিপ গাড়ি, ২০১৮ মডেলের একটি টয়োটা এসকোয়্যার মাইক্রোবাস ও ২০১৯ মডেলের একটি টয়োটা এক্সিও প্রাইভেটকার। গাড়ি চারটির সর্বমোট বাজার মূল্য তিন কোটি টাকা। পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা গাড়িগুলো ফেরত দেবেন না বলে জানান এবং ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। ইমদাদুল হক খান খোঁজ নিয়ে জানতে পারেন তারা গাড়িগুলো প্রতারণার মাধ্যমে আত্মসাতের উদ্দেশে এবি ড্রাইভ লি. নর্দ্দা বাসস্ট্যান্ড এলাকার শোরুম অন্যত্র সরিয়ে ফেলেছেন। এ ঘটনায় গত ৫ জানুয়ারি ইমদাদুল হক খানের অভিযোগের প্রেক্ষিতে জারাক আহমেদ ও মো. জামির হোসেনসহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি প্রতারণার মামলা দায়ের হয়।

তদন্তাধীন এই মামলায় থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার গুলশান লিংক রোড এলাকা থেকে এবি ড্রাইভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারাক আহমেদকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর ও কাশিমপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি মো. জামির হোসেনের সহযোগী আবুল কালাম রিফতিয়ারকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার আবুল কালাম রিফতিয়ারকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানান, তার বস মো. জামির হোসেন তাকে একটি টয়োটা এসকোয়্যার মাইক্রোবাস গাড়ি এবং একটি টয়োটা এক্সজিও প্রাইভেটকার এক আত্মীয়ের বাসায় রাখতে বলেন। ওই তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর আফতাবনগর এলাকা থেকে ওই গাড়ি দুটি উদ্ধার করা হয়। অন্য দুটি গাড়ির বিষয়ে রিফতিয়ারের দেওয়া তথ্য অনুযায়ী মো. সজল আহম্মেদ ও আব্দুর রহমান রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার নারায়ণগঞ্জ লিংক রোড ভূইগড় এলাকা থেকে মো. সাইদুর রহমানের হেফাজত থেকে একটি টয়োটা ভেলফেয়ার জিপ ও একটি টয়োটা হেরিয়ার জিপ উদ্ধার করা হয়। উদ্ধার করা এই চারটি গাড়ি পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছিলেন মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটকরা।

মামলার তদন্ত ও আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতের প্রতি ভালোবাসা প্রদর্শনে তৈরি ৬০০ মিটার লম্বা রাইস কেক

সালমানকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে সোহেল রানা

গাজায় যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের বেসামরিক প্রধান নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

কুয়াকাটায় সব হোটেল-মোটেল বন্ধের ঘোষণা

নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে নেতাদের কাজ করার আহ্বান সেলিমুজ্জামানের 

মারা গেল গাজীপুর সাফারি পার্কে বেঁচে থাকা সর্বশেষ জিরাফ

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

বিশ্বকাপ চলাকালেই হয়রানির শিকার দুই নারী ক্রিকেটার

এখন থেকেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে হবে : রাশেদ প্রধান

কর্মস্থলে যোগদানের দিনেই প্রাণ গেল পুলিশ সদস্যের

১০

ছবিতে কতগুলো সংখ্যা লুকিয়ে আছে? ৯৯% মানুষই ভুল করেন উত্তর দিতে

১১

কিশোরের পেটে ১০০ শক্তিশালী চুম্বক, অতঃপর...

১২

‘হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন’

১৩

মারা গেলেন ঘরে ৩ বস্তা টাকা পাওয়া সেই ভিক্ষুক

১৪

ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদ / গৃহকর্মীদের অধিকার রক্ষায় ন্যায়পাল নিয়োগ প্রয়োজন 

১৫

লাখ টাকা বেতনে কর্মী নেবে প্রবাসীর সিটি

১৬

ফজলে রাব্বির শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ম্যাচ রেফারি

১৭

প্রেম প্রস্তাব পেয়ে বাবার ভয় দেখালেন শ্রদ্ধা কাপুর

১৮

রাজধানীতে ডামি রাইফেল নিয়ে মিছিল, গ্রেপ্তার ১

১৯

অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না : সালাহউদ্দিন

২০
X