নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিককে মারধরের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বহিষ্কৃত বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেন। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেন। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত মোহাম্মদ ইকবাল হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন।

এ বিষয়ে সাংবাদিক মিনহাজ আমান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সাবেক কাউন্সিলর ইকবাল আমাকে ফোন করে ক্ষমা চেয়েছে। বাসায় আসতে চাচ্ছে- আমি না করে দিয়েছি। তিনি (ইকবাল) বলতে চাচ্ছেন, আমার পরিচয় দেওয়ার দরকার ছিল। তবে তাকে আমি বলেছি আপনার লোক আপনারই সামনে একজন সাধারণ নাগরিকের গায়ে হাত দিয়েছে, যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়। কোনো পরিচয়ের ইস্যু এটা না। দল হিসেবে বিএনপির কি ক্ষতি হচ্ছে সেটাও তার বুঝা উচিত।

তিনি আরও লিখেছেন, তবে অবশেষে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু সেই রক্তাক্ত ড্রাইভারের বা সেই ভাঙা বাস মালিকের কী হবে, সে ব্যাপারে আমার জানা নেই।

এর আগে, শুক্রবার দুপুরে আসিয়ান পরিবহনের একটি বাসে চালক নয়নের সঙ্গে কথাকাটাকাটি হয় ইকবালের। পরে বাসটি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় গেলে ইকবালের অনুসারীরা বাসচালককে মারধর ও বাসে ভাঙচুর চালায়। এ সময় সাংবাদিক মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ করলে তাকেও লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা।

আহত চালক নয়ন বলেন, ‘আমি গুলিস্তান থেকে গাড়ি চালিয়ে আসছিলাম। সায়েদাবাদে জ্যাম থাকার সময় গাড়ির সামনে একটি মোটরসাইকেল এসে থামে। দ্রুত ব্রেক করায় গাড়ির যাত্রীদের ঝাঁকি লাগে। এ সময় সেই নেতা বলে, কিরে কেমনে গাড়ি চালাস? এ নিয়ে তর্ক হলে সে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। গাড়ি সানারপাড় আসার পর ২৫ থেকে ৩০ কর্মী এসে আমার গাড়ি ভাঙচুর ও আমাকে বেধড়ক মারধর করে। আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে ও গাড়ির গ্লাস ভেঙে যায়। পরে তার কাছে মাফ চেয়ে আমি নিস্তার পেয়েছি। বিষয়টা মালিক পক্ষকে জানিয়েছি। তারা যেটা বলবে সেটাই করবে।’

হামলার বিষয়ে বহিষ্কৃত নেতা ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বাসের চালক আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। বাসচালক এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিল। এতে আমি তাকে ঠিকভাবে গাড়ি চালাতে বলায় সে আমাকে উল্টো কথা শুনিয়ে দিয়েছে। সে আমকে বলে, ‘আপনি ভালোভাবে গাড়ি চালান।’ পরে সাইনবোর্ড এলাকার এদিকে এলে আমি তাকে দেখে নেওয়ার কথা বলেছি। ওই সময় আমি তাকে আটকে কান ধরিয়ে ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু সাধারণ পাবলিক তো আর এটা বোঝে না। তবে তিনি কাউকে মারধর করেননি বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবি মৃধা আলাউদ্দিনের জন্মদিন ও কাব্যসন্ধ্যা

আড়াই কোটি টাকার নতুন টুর্নামেন্টের কোচ-অধিনায়ক যারা

মিয়ানমারে বিতর্কিত নির্বাচনের সময় বিমান হামলায় নিহত ১৭০ : জাতিসংঘ

‘নান্দাইল উপজেলা চাকরিজীবী কল্যাণ পরিষদ-ঢাকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

৪ ফেব্রুয়ারি ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা, প্রাধান্য পাবে যেসব বিষয়

আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে : জামায়াত আমির

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে জনগণের দায়িত্ব বিএনপিকে বিজয়ী করা : রবিউল

একমাত্র বিএনপিরই দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে : তারেক রহমান

‘ভুলবশত’ সত্যটাই জানিয়ে দিল পাকিস্তান!

পাকিস্তানে হামলায় নিহত বেড়ে ২১

১০

ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ, জানা গেল নিহতের সংখ্যা

১১

রোববার জামায়াতের ইশতেহার ঘোষণা হচ্ছে না

১২

ইথিওপিয়ায় ড্রোন হামলা, নতুন সংঘাতের শঙ্কা

১৩

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম

১৪

অস্ট্রেলিয়াকে উড়িয়ে পাকিস্তানের বার্তা

১৫

নির্বাচনী প্রচারণায় আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি

১৬

১২ ঘণ্টায়ও ফলাফল ঘোষণা না হলে অসৎ উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস

১৭

নতুন করে কোনো স্বৈরাচারের উৎপত্তি হতে দেওয়া হবে না : সালাহউদ্দিন

১৮

প্রথম ১০০ দিনে জনগণের সমস্যা নিরসনের আশ্বাস হামিদুরের

১৯

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন, দাবি বিএনপি প্রার্থীর

২০
X