কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : ডিসি মোহসীন

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ছবি : কালবেলা
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ছবি : কালবেলা

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, চাঁদপুরের উন্নয়নকে এগিয়ে নিতে সাংবাদিকরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চাঁদপুরের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

মতবিনিময় সভায় জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড, দুর্ভোগ, সমস্যার কথা তুলে ধরেন চাঁদপুরের সাংবাদিকরা। চাঁদপুর জেলার সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা ঢাকাস্থ সাংবাদিকের মাধ্যমে দেশের জাতীয় দৈনিকে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি দুর্ভোগ নিরসনে ও থেমে থাকা বা ধীর গতিতে চলমান প্রকল্প এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করতে অনুরোধ জানান তারা।

জবাবে চাঁদপুরের যে কোনো সংকটে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সদস্যরা।

এ সময় চাঁদপুর শহর রক্ষা বাঁধ, চাঁদপুর নদীবন্দর নির্মাণের কাজে ধীরগতি, ঢাকার সঙ্গে চাঁদপুরের নদীপথে যোগাযোগের আরও উন্নয়ন, চাঁদপুরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা, বিশেষ করে ইলিশ ও মেঘনা নদীকেন্দ্রিক গড়ে ওঠা পর্যটনকে আরও বেগবান করতে আহ্বান জানান ফোরামের সাংবাদিকরা। এ ছাড়া চাঁদপুরের সড়ক মেরামত, শহরের যানজট নিরসন, চিকিৎসাসেবার খাতের উন্নয়নসহ নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সাংবাদিকদের মতবিনিময় সভার আয়োজনকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ঢাকার সাংবাদিকরা এসেছেন চাঁদপুরের উন্নয়নের ভাবনায়। তাই আমি বলব আপনারা চাঁদপুরের উন্নয়নকর্মী। যদিও বাংলাদেশে উন্নয়ন বলতে কেবল ইটপাথরের। কিন্তু এটা কার্যকরী উন্নয়ন নয়। পরিকল্পনামাফিক উন্নয়ন করতে হবে। আর এটা কেবল জেলা প্রশাসকের দায়িত্ব নয়, তিনি ও তার প্রশাসন একা এটা করতে পারবেন না। রাজনীতিবিদরা ও সাংবাদিকরা এর সঙ্গে যুক্ত হতে হবে। তারাই মূলত চেঞ্জ মেকার।

এ সময় তিনি চাঁদপুরের পর্যটন খাতের উন্নয়নে মোলহেডে রিভার ড্রাইভ করার পরিকল্পনার কথা জানান। শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়াসহ চাঁদপুর শহর রক্ষা বাঁধ নিয়ে কথা বলেন। জেলা প্রশাসক বলেন, আমরা চাই বাঁধটা ভালো করে হোক, এ বিষয়ে আমরা কাজ করছি। হরিসভা থেকে চরভৈরবী পর্যন্ত বাঁধ পাকাকরণ হয়েছে।

পর্যটন উন্নয়ন বিষয়ে তিনি বলেন, বড় স্টেশনে ইলিশ বাজারে একটা রুফটপ রেস্তোরাঁ করার পরিকল্পনা হাতে নিয়েছি। ইলিশের দাম নিয়ন্ত্রণে একটা গোষ্ঠী কাজ করছে জানিয়ে তিনি সাংবাদিকদের এ বিষয়ে প্রতিবেদন করার আহ্বান জানান।

ঢাকাস্থ চাঁদপুর জেলা ফোরামের সভাপতি একেএম রাশেদ শাহরিয়ার বলেন, আমাদের এ মতবিনিময় সভার প্রধান উদ্দেশ্য চাঁদপুরের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, একটা সেতুবন্ধন তৈরি করা। রাজধানীর সাংবাদিকদের সঙ্গে চাঁদপুরের সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করা।

তিনি আরও বলেন, চাঁদপুরের খেলার মাঠ মাত্র একটি। তাই শিশুরা ঘরে বসে পাবজি খেলায় আসক্ত। এ বিষয়ে জেলা প্রশাসনের দৃশ্যমান কাজ দেখতে চাই। অটোরিকশার আধিক্যে লঞ্চঘাট থেকে শহরে কালীবাড়ি আসতে নাভিশ্বাসের উপক্রম। এই যানজট নিরসনে প্রশাসনের বড় উদ্যোগ দেখতে চাই।

ফোরামের সাধারণ সম্পাদক সফিক শাহীন বলেন, চাঁদপুর নিয়ে ভাবনা তিন দশক আগে থেকেই করছি আমরা। নব্বই দশকে চাঁদপুরের ভাঙন রোধে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছি। এরপর এ ফোরামে গঠনের পর চাঁদপুরে বৃক্ষরোপণ, করোনাকালীন সময়ে মাস্ক সিলিন্ডার বিতরণসহ কিছু কাজ করেছি আমরা। এবার আমরা জেলা প্রশাসকের উপস্থিতিতে চাঁদপুর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে চাই। জেলার পর্যটন, সড়কপথ, নদীবন্দর, স্বাস্থ্য ও শিক্ষাখাতের উন্নয়নকে আরও গতিশীল করতে চাই। আর সেই লক্ষ্য পূরণে জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা পেতে আজ ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সদস্যরা হাজির হয়েছি।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সাংবাদিকদের ও রাজনৈতিক নেতাদের ভাবনা একই যে, কত সুন্দর করে চাঁদপুরকে রেপ্রিজেন্ট করতে পারি, চাঁদপুরের উন্নয়নে নিবেদিত হতে পারি। আমি বিশ্বাস করি, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে প্রায়োরিটির দিকে লক্ষ্য রেখে সাংবাদিক ভাইদের সঙ্গে নিয়ে চাঁদপুরের কার্যকরী উন্নয়নে পদক্ষেপ নিতে পারব। আমরা চাই জনগণের সেবা হোক, চাঁদপুরের মানুষ সুখে থাকুক। এ ক্ষেত্রে শুরুতেই চাঁদপুরকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে হবে। এটা নিয়ন্ত্রণ করতেই হবে।

চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, ৫ আগস্টের পর সাংবাদিকরা সঠিক তথ্য লিখতে পারছেন। আপনারা লিখুন নির্ভয়ে। কাউকে ছাড় দেবেন না। কোনো প্রশাসন, রাজনীতিবিদরা যেন দুর্নীতি না করতে পারে। প্রকল্পগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হতে পারে।

সভায় আরও বক্তব্য দেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি সিনিয়র সভাপতি এম এ নোমান (দৈনিক আমার দেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন (বাণিজ্য প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ফয়সাল (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক শাহাদাত হোসেন (দেশ সমাচার), জনকল্যাণ সম্পাদক এস এম জাকির হোসাইন (অর্থ সংবাদ), চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সহসভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, মোরশেদ আলম, আবদুল আউয়াল রুবেল, চৌধুরী ইয়াসিন ইকরাম, কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, ফারুক আহম্মদ প্রমুখ।

এ সময় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের প্রচার-প্রকাশনা সম্পাদক নুরুন্নবী চৌধুরী হাছিব (টেক পাবলিক), দপ্তর সম্পাদক মহসিন হোসেন (বিডি সমাচার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শামসুজ্জামান নাঈম (স্বদেশ বাংলা), সালেহ বিপ্লব (দৈনিক দেশবার্তা), নাজমুল হক বাপ্পী (বাংলা স্পোর্টস), ফখরুল ইসলাম (ঢাকা পোস্ট) ও সাঈদ আল হাসান শিমুল (কালবেলা) সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে হামলার নিন্দা জানাতে বৈঠকে বসছেন মুসলিম নেতারা

ট্রাম্পে ১০০ শতাংশ শুল্কারোপের হুমকিতে যে প্রতিক্রিয়া জানাল চীন 

যুক্তরাষ্ট্রের মহড়ার আগে কঠোর বার্তা উত্তর কোরিয়ার

সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের

ক্রিকেটে এমন লজ্জার রেকর্ড বাংলাদেশ বাদে আর কেউই করেনি

ফরিদেপুরে বিকেলের মধ্যে অবরোধ না তুললে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা, পাত্র কে?

ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনৈতিক চর্চা বন্ধ করব : জিতু

লন্ডনে উপদেষ্টা মাহফুজের ওপর হামলাচেষ্টার ঘটনায় সরকারের বিবৃতি

ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে খাবারের ৭ সহজ অভ্যাস

১০

পাবনায় হরতাল চলছে

১১

গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

১২

যে সমীকরণ মিললেই সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের

১৩

স্পিডবোট উল্টে নিখোঁজদের মধ্যে আরও দুজনের লাশ উদ্ধার

১৪

পূজার প্রস্তুতি / ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিন

১৫

বিপদ থেকে রক্ষা পেলেন চমক 

১৬

সৌদির ওপর দিয়ে দোহায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন

১৭

ডাকসু নির্বাচনে জয় জুলাই প্রজন্মের, শহীদদের আকাঙ্ক্ষার: সাদিক কায়েম

১৮

ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৪

১৯

বাগেরহাটে অবরুদ্ধ অফিস-আদালত

২০
X