সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:১০ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার কোনো ভুয়া ভোট হবে না : পররাষ্ট্রমন্ত্রী

ইইউ প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নিজের নির্বাচনী কার্যালয় পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা
ইইউ প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নিজের নির্বাচনী কার্যালয় পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী। ছবি : কালবেলা

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের বলেছেন, আজিজ মার্কা ভুয়া ভোট বাংলাদেশে হবে না। তিনি বলেছেন, দেশে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরকারের শক্তিশালী নির্বাচন কমিশন কাজ করছে। ইসি এমন নির্বাচন করবে যা দুনিয়ার সবাই দেখে শিখবে। ভোট হবে স্বচ্ছ, ভোটকেন্দ্রে সবাই নির্বিঘ্নে ভোট দিতে যাবেন।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আর আজিজ মার্কা ভোট হবে না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তাই কারও লেজুরবৃত্তি করব না আমরা। বিদেশিরা বাংলাদেশের কাছে অনেক কিছু বিক্রি করতে চায় কিন্তু সরকার জনগণের যা দরকার তাই ক্রয় করে। প্রয়োজন না হলে কিছু ক্রয় করে না। সেজন্য কিছু দেশ অসন্তুষ্ট হয়ে নানা অভিযোগ তুলে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সিলেটে সব প্রার্থীরা নির্বাচনবিধি মেনে নিজেদের মতো করে ক্যাম্পেইন চালাচ্ছেন- কেউ কাউকে বাধা দিচ্ছে না। সিলেটের রাজনৈতিক সহিষ্ণুতার ঐতিহ্য আছে।

তিনি বলেন, আমরা কোনো দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করিনি। রাজনৈতিক কারণে বিরোধীদল তথা বিএনপির একজনকেও গ্রেপ্তার করা হয়নি। যারা সন্ত্রাস ও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত তাদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পররাষ্ট্রমন্ত্রীর সিলেটের বাসভবনে এ মতবিনিময় সভায় অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস এক্সপার্ট রেবেকা কক্স এবং মিডিয়া অ্যান্ড স্যোশাল মিডিয়া এক্সপার্ট চার্ললটে সুইবেস।

বৈঠক শেষে তারা পররাষ্ট্রমন্ত্রীর প্রধান নির্বাচনী কার্যলয় পরিদর্শন করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল।

এর আগে সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিলেটে বিএনপির বিভাগীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল।

বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পিছিয়ে রাখা হয়েছিল : পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

জোয়ারের তোড়ে লোকালয়ে ভেসে এলো বনের হরিণ

৩শ সাপ পুষছেন ইদ্রিস, কামড় খেয়েছেন দুই শতাধিক

রেকর্ড জয়ের পরও সিরিজ হাতছাড়া অজিদের

ভয়াবহ যৌন হয়রানির ঘটনা জানালেন সালমানের নায়িকা

‘আইন শক্তিশালী হলেই শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে’

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে আটকে দিচ্ছে পেন্টাগন

ইসিতে ধাক্কাধাক্কি-হাতাহাতি, ক্ষোভ ঝাড়লেন রুমিন ফারহানা 

১০

গণফ্রন্টের কার্যকরী চেয়ারম্যান হয়েছেন অ্যাডভোকেট আজমল হোসেন

১১

ক্যাম্পাসে এখনো প্রান্তিক অবস্থায় ছাত্রদল, অভিযোগ আবিদের

১২

১২ মাসের জন্য ছিটকে গেলেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে গতিময় পেসার

১৩

তরুণ ব্যবসায়ীর লাশ নিয়ে বিক্ষোভ

১৪

আমরা চাই টাকা-পয়সার ব্যাপারে সমাধান হোক : পররাষ্ট্র উপদেষ্টা

১৫

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

১৬

গ্র্যান্ড স্ল্যামে প্রাইজ মানি বাড়ানোর আহ্বান জোকোভিচের

১৭

সবজির চড়া দামে বিপাকে সাধারণ মানুষ

১৮

গোবিন্দকে বিয়ে করতে চেয়েছিলেন রাভিনা ট্যান্ডন, দাবি সুনীতার

১৯

হঠাৎ মোবাইলের ডায়াল প্যাড পরিবর্তন হলে যা করবেন

২০
X