যশোর ব্যুরো
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ
নিয়োগ বাণিজ্য

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৩ জনের নামে মামলা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নিয়োগ বাণিজ্যের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য আব্দুস সাত্তারসহ তিনজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অন্য দুই আসামি হলেন যবিপ্রবির উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রউফ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য কামাল উদ্দিন ।

সোমবার (২১ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আল আমিন বাদী হয়ে যশোর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০০৯ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে আবেদন করেন আসামি আব্দুর রউফ। নিয়োগের জন্য গঠিত তিন সদস্যের বাছাই বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন উপাচার্য ড. মো. আব্দুস সাত্তার।

বাছাই বোর্ডের আরেক সদস্য ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন।

ওই বছরের ২২ আগস্ট মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ সময় আরও তিন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু কাউকে পাস করানো হয়নি।

আরও উল্লেখ করা হয়, বিজ্ঞপ্তির শর্তানুযায়ী পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা হিসেবে আব্দুর রউফের কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বাছাই বোর্ড ‘অবৈধভাবে’ তাকে প্রথমে সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া চেষ্টা করে।

পরে অভিজ্ঞতার ঘাটতি থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সেকশন অফিসার (গ্রেড-১, পরিকল্পনা ও উন্নয়ন) পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। রিজেন্ট বোর্ড সভাপতি হিসেবে সাবেক উপাচার্য আব্দুস সাত্তার উন্মুক্ত বিজ্ঞপ্তি ছাড়াই তাকে সেকশন অফিসার হিসেবে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

অভিযোগ অনুযায়ী, আব্দুর রউফ সেকশন অফিসার পদে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত থাকা অবস্থায় সিলেকশন গ্রেডসহ বিভিন্ন সুবিধাপ্রাপ্ত হয়ে বিভাগীয় প্রার্থীর সুবিধা নিয়ে ২০১৪ সালে সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে এবং ২০২১ সালে উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে নিয়োগপ্রাপ্ত হয়ে এখনও বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

২০০৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত তার বেতন-ভাতা বাবদ ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা নিয়ে আত্মসাৎ হয় বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক মো. আল আমিন জানান, ইতিমধ্যে তারা প্রাথমিকভাবে বিষয়টির সত্যতা পেয়েছেন। অধিকতর তদন্ত হবে। মামলার তদন্তকালে এ ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা পেলে তা আমলে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ফরম্যাটে টাইগারদের সহ-অধিনায়কের নাম ঘোষণা

রানওয়ে থেকে ছিটকে বিমানে আগুন, অল্পের জন্য বাঁচলেন মন্ত্রী

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু কারাগারে

মহাসড়কে কেটা ফেলা জায়গায় ৬৪ বকুল গাছ রোপণ

‘দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুত করতে হবে’

নৌকা ডুবে প্রাণ গেল ২ কৃষকের

সেই শিক্ষিকার মৃত্যু কীভাবে হয়েছে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা

জকসু নির্বাচন, মনোনয়নপত্র প্রত্যাহার করল ছাত্রদলের বিদ্রোহী প্যানেল

নবান্নে শতবর্ষী মাছের মেলায় বিক্রি ২ কোটি টাকা

খ্রিস্টান সম্প্রদায়ের মানববন্ধন / সংখ্যালঘুদের সহাবস্থান-সুরক্ষা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে হবে

১০

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১১

আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, জানা গেল পরিচয়

১২

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

১৩

কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ

১৪

গ্রামীণ ব্যাংকের ফটকে ৩টি ককটেল, দুই নারীকে ‘সন্দেহ’

১৫

আরও ৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

১৬

অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে ডিএনসিসির নির্দেশ

১৭

জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি

১৮

মৃত্যুর আগে ১১ জনকে দায়ী করে বিএনপি নেতার ভিডিও বার্তা

১৯

মিরপুর টেস্টে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিসিবির বিশেষ সুবিধা

২০
X