কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বিরুদ্ধে শোকজ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বিরুদ্ধে শোকজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বিরুদ্ধে শোকজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর বিরুদ্ধে শোকজ নোটিশ জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) রাত ১০টায় ক্যাম্পাসে মিছিলটি বের হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘হামলা, মামলা, বহিষ্কার-মানি না, মানবো না’, ‘প্রহসনের বিচার মানি না’, ‘ফ্যাসিবাদের পুনর্বাসন-চলবে না, চলবে না’ স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, নবনিযুক্ত ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি দিতে তারা দেখা করবেন। তাদের অভিযোগ, পূর্ববর্তী ডিসির সময় যাদের বহিষ্কার করা হয়েছিল, সেই একই শিক্ষার্থীদের আবার শোকজ করা হচ্ছে—যা প্রহসনের নামান্তর।

শিক্ষার্থীরা আরও বলেন, ‘৩৭ জনের তালিকায় থাকা ছাত্রদলের ৭ জনের নাম কেন্দ্রীয় নেতারা আগে থেকেই কীভাবে জানতেন, যেখানে শিক্ষার্থীরাই জানতেন না?’

পুনঃতদন্তের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, হামলার ঘটনায় নতুন করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক।

এ বিষয়ে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থী, আব্দুল্লাহ আল সৈকত এক ফেসবুক পোস্টে বলেন, ‘কুয়েটে সন্ত্রাসী হামলার তদন্তে গঠিত কমিটি তাদের এখতিয়ারের বাইরে গিয়ে হামলা পরবর্তী আন্দোলন নিয়ে তদন্ত করেছে। শিক্ষার্থীদের দমাতে ৩৭ জনের বহিস্কারাদেশ দিয়েছিল এবং তা পরে সিন্ডিকেট আন্দোলনের মুখে বাতিল করে। এখানে তো লাঞ্ছনার বিচারের বদলে এক্স-ভিসির ভেন্ডেটা বাস্তবায়ন করতে দেখতেসি। তদন্ত কমিটির সদস্যরাও এক দফার বিরুদ্ধে, এক্স-ভিসির পক্ষে মানববন্ধন করেছেন। যেটাকে আমরা পক্ষপাতদুষ্ট ও কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হিসেবে দেখি।’

সোমবার (১২ মে) ওই ৩৭ শোকজ করা হয়। এর আগে ৬ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নোটিশ দেওয়া শিক্ষার্থীদের আগামী ১৫ মে বিকেল ৫টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে বলে জানান কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার।

এদিকে, আগামী বৃহস্পতিবারের মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশকে নতুন করে সাঁজাতে ৩১ দফার বিকল্প নেই’

কেন হোসেইন সালামিকেই টার্গেট করল ইসরায়েল

সমু চৌধুরীর ভাইরাল ইস্যুতে নায়ক সাইমনের ক্ষোভ 

ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

সমু চৌধুরী: এক নির্মম সৌন্দর্য ও বিস্মৃত বিস্ময়

‘ইসরায়েল যা শুরু করেছে, আল্লাহ চাইলে আমরা তা শেষ করব’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য হোটেলে পৌঁছেছেন তারেক রহমান

সাবরিনা-কেওগানের বিচ্ছেদ, বিপাকে প্রেমিক

বান্দরবানে পর্যটকের লাশ উদ্ধার

১০

দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকা ফিরছে মানুষ

১১

নিষেধাজ্ঞা শেষে সরগরম বাগেরহাট কেবি বাজার

১২

দুই বছর পর সাব্বির নাসিরের নতুন গান 

১৩

৩২ দলের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে কারা?

১৪

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান

১৫

রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৬

ইসরায়েলি হামলায় ইরানের ৬ পরমাণু বিজ্ঞানী নিহত

১৭

ইরানের কলিজায় আঘাত করেছে ইসরায়েল

১৮

ইরানের ছোড়া ড্রোন-মিসাইল ভূপাতিত করল এক মুসলিম দেশ

১৯

ইরানে হামলার পর বেড়েছে তেলের দাম

২০
X