কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে আবারও যুদ্ধবিমান বিধ্বস্ত

বিধ্বস্ত হওয়ার বিমান ও বিমানের পাইলট। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত হওয়ার বিমান ও বিমানের পাইলট। ছবি : সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানটি মিরাজ ২০০০ সিরিজের একটি টু্ইন সিটার বিমান।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে নিয়মিত প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুজন পাইলটই নিরাপদে বের হয়ে এসেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) জানায়, আইএএফের একটি মিরাজ ২০০০ বিমান নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় শিবপুরীর (গোয়ালিয়র) কাছে বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় দুজন পাইলটই নিরাপদে বের হয়ে এসেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে আইএএফ।

মিরাজ ২০০০ যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন। ১৯৭৮ সালে এটি প্রথমবারের মতো আকাশে উড্ডয়ন করে।

ডাসল্ট এভিয়েশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৮৪ সালে ফরাসি বিমানবাহিনী এটিকে তাদের বহরে অন্তর্ভুক্ত করে। এ সময় ৬০০টি মিরাজ ২০০০ সিরিজের বিমান তৈরি করা হয়। এর ৫০ শতাংশ ভারতসহ ৮টি দেশে রপ্তানি করা হয়।

ভারতীয় বিমানবাহিনীতে মিরাজ ২০০০ কার্গিল যুদ্ধে ব্যাপক সাফল্য অর্জন করে। এটি সন্ত্রাসবাদী এবং পাকিস্তানি বাহিনীর দখলকৃত পাহাড়ের চূড়ায় অত্যন্ত নির্ভুলভাবে বোমা হামলা চালায়। এছাড়া ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটের গভীরে একটি সন্ত্রাসী শিবিরে বোমা হামলা চালানোর জন্য ভারতীয় বিমানবাহিনী এ বিমার ব্যবহার করে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। রাজস্থানের বারমেরে উত্তরলাই বিমান ঘাঁটির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আহত হন বিমানের পাইলট।

আইএএফের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল বলে ধারণা করা হয়।

স্থানীয় পুলিশ জানায়, বারমেরের একটি প্রত্যন্ত এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

এছাড়া গত বছরের ৪ জুন নাসিকের শিরসগাঁও গ্রামের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। সে ঘটনায়ও পাইলট এবং কো-পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বাফুফের ঘোষিত দলে জায়গা হয়নি ফাহমিদুলের

প্রধান উপদেষ্টাকে গোলাম পরওয়ার / জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার সম্মান আপনি নষ্ট করবেন

৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

দীপিকার অনেক আগেই মা হয়েছি, শর্তও দিয়েছি: শুভশ্রী গাঙ্গুলী

কোচ সালাউদ্দিনকে নিয়ে এবার মন্তব্য করলেন আশরাফুল

ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বয়স্কদের শরীরে তরুণ রক্ত দিলে কী হতে পারে, যা দাবি করা হচ্ছে গবেষণায়

পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

ব্যবসায়ী জহুরুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

আজ বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড দল

১০

আরও এক জিম্মির লাশ ফেরত দিল গাজার যোদ্ধারা

১১

বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ

১২

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শুরু হতে পারে শীত, প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে

১৩

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নবম দিনের আপিল শুনানি চলছে

১৪

মেয়েকে প্রকাশ্যেই ‘শাসন’ শাহরুখ খানের!

১৫

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

১৬

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৭

১৭

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিপিএল খেলা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত

১৮

৯ জেলায় নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

১৯

বিসিবি পরিচালক রুবাবাকে নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য, তোপের মুখে পোস্ট মুছলেন ইরফান

২০
X