যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আলটিমেটাম পাত্তা দিচ্ছে না ভারত। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনাও জারি রেখেছে। শুক্রবার ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এসব নিয়ে কথা বলেন। খবর রয়টার্সের।
ওয়াশিংটন কর্তৃক নির্ধারিত ৯ জুলাইয়ের সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা জানতে চাওয়া হলে গোয়াল বলেন, ভারত জাতীয় স্বার্থে বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত, তবে তা কেবল সময়সীমা পূরণের জন্য নয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত আমদানিকৃত ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বের যেসব দেশ নির্ধারিত সময়সীমার আগে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হবে তাদের উপরও বাড়তি শুল্ক আরোপ করা হবে। আর তা দ্রুত কার্যকর হবে বলে ট্রাম্প হুমকি দিয়েছেন।
গোয়াল সাংবাদিকদের বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি তখনই সম্ভব যখন দ্বিপক্ষীয় সুবিধা থাকে। এটি উভয়পক্ষের জন্যই লাভজনক হওয়া উচিত।
তিনি বলেন, জাতীয় স্বার্থ সর্বদা সর্বোচ্চ। এটি মনে রেখে যদি একটি ভালো চুক্তি করা সম্ভব হয়, তাহলে ভারত সর্বদা উন্নত দেশগুলোর সঙ্গে একটি চুক্তি করতে প্রস্তুত। ভারত কখনই সময়সীমা বা বাঁধাধরা শর্তের ভিত্তিতে কোনো বাণিজ্য চুক্তি করে না। আমরা কেবল তখনই তা গ্রহণ করব যখন এটি সম্পূর্ণরূপে চূড়ান্ত এবং আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত হবে।
সম্প্রতি ট্রাম্প জানান, ৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে হবে। এ চুক্তিতে পৌঁছাতে না পারলে সেসব দেশের ওপর ৭০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করা হবে।
ট্রাম্প বলেন, আমরা আগামীকাল থেকেই ১০-১২টি দেশের কাছে চিঠি পাঠাতে শুরু করব। এ চিঠিতে নতুন শুল্কের কথা জানানো হবে। এটি ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে।
তিনি আরও জানান, তিনি দ্বিপাক্ষিক চুক্তিকে প্রাধান্য দেন এবং বহুপাক্ষিক আলোচনায় সময়ক্ষেপণ হওয়ায় তিনি সরাসরি শুল্ক আরোপের পথে হাঁটছেন। তিনি বলেন, আমরা কিছু চুক্তি করেছি। তবে আমি মনে করি যে, তাদের কত শতাংশ শুল্ক দিতে হবে তা চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া ভালো।
মন্তব্য করুন