কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হুমকি, পাত্তা দিচ্ছে না ভারত

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আলটিমেটাম পাত্তা দিচ্ছে না ভারত। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনাও জারি রেখেছে। শুক্রবার ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এসব নিয়ে কথা বলেন। খবর রয়টার্সের।

ওয়াশিংটন কর্তৃক নির্ধারিত ৯ জুলাইয়ের সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা জানতে চাওয়া হলে গোয়াল বলেন, ভারত জাতীয় স্বার্থে বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত, তবে তা কেবল সময়সীমা পূরণের জন্য নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত আমদানিকৃত ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বের যেসব দেশ নির্ধারিত সময়সীমার আগে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হবে তাদের উপরও বাড়তি শুল্ক আরোপ করা হবে। আর তা দ্রুত কার্যকর হবে বলে ট্রাম্প হুমকি দিয়েছেন।

গোয়াল সাংবাদিকদের বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি তখনই সম্ভব যখন দ্বিপক্ষীয় সুবিধা থাকে। এটি উভয়পক্ষের জন্যই লাভজনক হওয়া উচিত।

তিনি বলেন, জাতীয় স্বার্থ সর্বদা সর্বোচ্চ। এটি মনে রেখে যদি একটি ভালো চুক্তি করা সম্ভব হয়, তাহলে ভারত সর্বদা উন্নত দেশগুলোর সঙ্গে একটি চুক্তি করতে প্রস্তুত। ভারত কখনই সময়সীমা বা বাঁধাধরা শর্তের ভিত্তিতে কোনো বাণিজ্য চুক্তি করে না। আমরা কেবল তখনই তা গ্রহণ করব যখন এটি সম্পূর্ণরূপে চূড়ান্ত এবং আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত হবে।

সম্প্রতি ট্রাম্প জানান, ৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে হবে। এ চুক্তিতে পৌঁছাতে না পারলে সেসব দেশের ওপর ৭০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করা হবে।

ট্রাম্প বলেন, আমরা আগামীকাল থেকেই ১০-১২টি দেশের কাছে চিঠি পাঠাতে শুরু করব। এ চিঠিতে নতুন শুল্কের কথা জানানো হবে। এটি ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে।

তিনি আরও জানান, তিনি দ্বিপাক্ষিক চুক্তিকে প্রাধান্য দেন এবং বহুপাক্ষিক আলোচনায় সময়ক্ষেপণ হওয়ায় তিনি সরাসরি শুল্ক আরোপের পথে হাঁটছেন। তিনি বলেন, আমরা কিছু চুক্তি করেছি। তবে আমি মনে করি যে, তাদের কত শতাংশ শুল্ক দিতে হবে তা চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত সরকারই রাজনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি: রবিউল

ঢাকাস্থ কূটনীতিকদের সঙ্গে বৈঠক / দেশ পরিচালনার কর্মপরিকল্পনা জানাল বিএনপি

আর্কটিক ঠান্ডায় চ্যাম্পিয়ন্স লিগে ধরাশায়ী ম্যানসিটি

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিয়েছে ভারত

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

১০

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

১১

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

১২

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

১৩

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

১৪

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

১৫

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

১৬

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১৭

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১৮

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১৯

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

২০
X