বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন নির্বাচন নিয়ে ইলন মাস্কের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ

ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও অপতথ্য ছড়িয়েছেন ইলন মাস্ক। সেসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যাপক প্রচার পেয়েছে। ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির বরাতে আলজাজিরা জানিয়েছে, চলতি বছর মার্কিন নির্বাচন নিয়ে মাস্ক বিভিন্ন সময় এক্স-এ পোস্ট করেন। সেসবের ৮৭ শতাংশই মিথ্যা বা বিভ্রান্তিকর ছিল। আন্তর্জাতিক ফ্যাক্ট চেকাররা এসব নিশ্চিত করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অপতথ্যের পোস্টগুলো ব্যাপক সাড়া ফেলেছে। যা দুই বিলিয়ন ভিউ হয়েছে। এর মানে হচ্ছে অনেকে তার মিথ্যা তথ্যে প্রভাবিত হতে পারেন।

মাস্কের পোস্টগুলোতে মূলত ভোটার আমদানি করা, অভিবাসীদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো, ভোটারের ধরন ও সংখ্যা নিয়ে মন্তব্য, ভোটপ্রক্রিয়ার সুসংহত অবস্থা নিয়ে প্রশ্ন তুলে সন্দেহ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও ভোটাধিকার নিয়ে কাজ করা কর্মীরা নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রকাশের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। একই সঙ্গে এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কর্তৃপক্ষকে নির্বাচন নিয়ে যেকোনো ধরনের ভুল তথ্য সরিয়ে ফেলতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তহবিলে সবচেয়ে বড় দাতাদের একজন তিনি। এমনকি সুইং স্টেটগুলিতে ট্রাম্পের পক্ষে প্রচারাভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইলন মাস্ক।

১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে হত্যা প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে প্রথম সমর্থন দেওয়ার পর থেকে, ইলন মাস্ক ট্রাম্পের প্রচারাভিযানের একটি অংশ হয়ে উঠেছেন, যেখানে তিনি প্রায়শই সতর্কবার্তা দিয়ে থাকেন যে শুধু ট্রাম্পই আমেরিকার গণতন্ত্রকে ‘বাঁচাতে’ পারেন। প্রচারণার শেষ দিনগুলিতে ইলন মাস্ক পেনসিলভানিয়া রাজ্যে বেশ সক্রিয় হয়েছেন, যেটি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হিসেবে ডোনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিস, উভয়ের জন্যই সমান মনোযোগের কেন্দ্র হয়ে উঠেছে।

ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি নভেম্বরে জয়ী হলে, মার্কিন সরকারের ‘খরচ কমানো’-র ব্যাপারটা তদারকি করতে পারেন ইলন মাস্ক। এমনকি যদি তিনি সেই দায়িত্ব পালন না করেন, তবুও ইলন মাস্কের সমর্থনের জন্য ট্রাম্প তার কথা শুনবেন এবং মাস্ক প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে শক্তিশালী প্রভাব ফেলতে পারেন বলে পর্যবেক্ষকরা বিশ্বাস করেন। ইলন মাস্ক বলেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণের মাধ্যমে ‘শ্বাসরোধ’ করা ঠেকাতে একটি ‘সরকারি দক্ষতা বিভাগ’ করা হলে সেটার নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহী থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১০

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১১

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১২

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৩

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৪

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৫

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৬

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৭

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৮

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৯

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

২০
X