

নতুন বিপদের মুখোমুখি হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দা। টানা বৃষ্টিপাতে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার উদ্বাস্তু ক্যাম্পে শতাধিক তাঁবু প্লাবিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে গাজা সিভিল ডিফেন্স জানায়, বৃষ্টির পানিতে তাঁবুগুলো ডুবে যাওয়ার পর জরুরি পদক্ষেপে কাজ শুরু করা হয়েছে। শুক্রবার সকাল থেকে গাজা উপত্যকায় একটি নিম্নচাপের প্রভাব শুরু হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঠান্ডা বাতাস ও ভারী বর্ষণ। এতে যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলে ১৫ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের হিসাব অনুযায়ী, মোট ১ লাখ ৩৫ হাজার তাঁবুর মধ্যে ৯৩ শতাংশ অর্থাৎ প্রায় ১ লাখ ২৫ হাজার তাঁবুই এখন আর আশ্রয়ের উপযোগী নেই। আবহাওয়া ও ইসরায়েলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়ে এগুলো মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এখনো তাঁবু, মোবাইল হোমসহ আশ্রয় নির্মাণের সামগ্রী গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। এটি ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্তের সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার যে পরিকল্পনার ভিত্তিতে যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয়, তাতে অন্তর্ভুক্ত ছিল জিম্মি বিনিময় ছাড়াও গাজার পুনর্গঠন ও হামাসবিহীন নতুন প্রশাসনিক কাঠামো গঠনের কথা।
উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৬৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
মন্তব্য করুন