কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরান সমর্থিত যোদ্ধাদের হামলায় ৪৫ মার্কিন সেনা আহত

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে সেনারা। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে সেনারা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের হামলায় ৪৫ মার্কিন সেনা আহত হয়েছে। সিরিয়ার ‘আত্তানাফ’ ও ইরাকের ‘আইনুল আসাদ’ সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পেন্টাগনের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার কারণে আহত মার্কিন সেনাদের মধ্যে ২৪ জন মস্তিষ্ক ট্রমায় আক্রান্ত হয়েছে। তাদেরকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, গত ১৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ৩৮ দফা হামলা হয়েছে। এসব হামলায় প্রায় অর্ধশতাধিক সেনা আহত হয়েছেন।

এই অবস্থায়, ইরাকে অবস্থানরত মার্কিন সেনাঘাঁটিতে নতুন করে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছে তিনটি সামরিক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের কাছের সেনাঘাঁটি থেকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর অব্যাহত হামলা চলছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় দুবার হামলা চালানো হয়েছে। হামলায় ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে।

এদিকে সারা বিশ্বে প্রতিদিনিই গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করছেন লাখ লাখ মানুষ। বিশ্ববাসী গাজায় যুদ্ধবিরতি দাবি তুললেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। হামাস-ইসরায়েল যুদ্ধে তেলআবিবকে অস্ত্র-অর্থ সব দিয়েই সহায়তা করছে বাইডেন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের এমন প্রচেষ্টা রুখে দিতে এবার এক দুঃসাহসিক কাজ করেছেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা।

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বন্দরে একটি মার্কিন সামরিক জাহাজ ভিড়লে খবর ছড়িয়ে পড়ে যে এই জাহাজে করে ইসরায়েলে অস্ত্র সহায়তা পাঠাবে বাইডেন প্রশাসন। এরপরই দুই শতাধিক ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী ওকল্যান্ড বন্দরে ঢুকে বিক্ষোভ করেন।

এই বিক্ষোভের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক আরব রিসোর্স অ্যান্ড অর্গানাইজিং সেন্টার। সংগঠনটির গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক ওয়াসিম হেজ বলেন, যুক্তরাষ্ট্র এসব অস্ত্র ইসরায়েলে পাঠাচ্ছে, মার্কিন প্রশাসনকে সতর্কবার্তা দিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম বলে উইকেট আর ম্যাচ সেরা হওয়ার পর নাসুমের প্রতিক্রিয়া

জীবন দেব তবু ৭১ ও ২৪ রাজাকারদের হতে দেব না : ইশরাক

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর যা বললেন লিটন

একাদশে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

দলকে জিতিয়ে রেকর্ডের পাতায় নাসুম

আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হতে পারে ভারত-বাংলাদেশ

রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের ডার্লিং’ বললেন ভারতের মন্ত্রী

আফগানদের হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

১০

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঘোষণা

১১

পাকিস্তানের এশিয়া কাপ অভিযানে নতুন বিতর্ক!

১২

বিএনপি-যুবদলের তিনজনকে অব্যাহতি

১৩

রাব্বানীর জিএস পদ অবৈধের সুপারিশে রাশেদের প্রতিক্রিয়া

১৪

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

১৫

নানা কর্মসূচিতে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত

১৬

সেতু বিভাগের সচিবের জিআইসিসি সম্মেলনে অংশগ্রহণ

১৭

জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক

১৮

ঘুমের মধ্যেই না ফেরার দেশে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড

১৯

ভাঙ্গায় সরকারি দপ্তরে নাশকতাকারীদের বিচারের দাবিতে বিএনপির শান্তি মিছিল

২০
X