কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরান সমর্থিত যোদ্ধাদের হামলায় ৪৫ মার্কিন সেনা আহত

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে সেনারা। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে সেনারা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের হামলায় ৪৫ মার্কিন সেনা আহত হয়েছে। সিরিয়ার ‘আত্তানাফ’ ও ইরাকের ‘আইনুল আসাদ’ সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পেন্টাগনের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার কারণে আহত মার্কিন সেনাদের মধ্যে ২৪ জন মস্তিষ্ক ট্রমায় আক্রান্ত হয়েছে। তাদেরকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, গত ১৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ৩৮ দফা হামলা হয়েছে। এসব হামলায় প্রায় অর্ধশতাধিক সেনা আহত হয়েছেন।

এই অবস্থায়, ইরাকে অবস্থানরত মার্কিন সেনাঘাঁটিতে নতুন করে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছে তিনটি সামরিক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের কাছের সেনাঘাঁটি থেকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর অব্যাহত হামলা চলছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় দুবার হামলা চালানো হয়েছে। হামলায় ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে।

এদিকে সারা বিশ্বে প্রতিদিনিই গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করছেন লাখ লাখ মানুষ। বিশ্ববাসী গাজায় যুদ্ধবিরতি দাবি তুললেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। হামাস-ইসরায়েল যুদ্ধে তেলআবিবকে অস্ত্র-অর্থ সব দিয়েই সহায়তা করছে বাইডেন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের এমন প্রচেষ্টা রুখে দিতে এবার এক দুঃসাহসিক কাজ করেছেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা।

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বন্দরে একটি মার্কিন সামরিক জাহাজ ভিড়লে খবর ছড়িয়ে পড়ে যে এই জাহাজে করে ইসরায়েলে অস্ত্র সহায়তা পাঠাবে বাইডেন প্রশাসন। এরপরই দুই শতাধিক ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী ওকল্যান্ড বন্দরে ঢুকে বিক্ষোভ করেন।

এই বিক্ষোভের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক আরব রিসোর্স অ্যান্ড অর্গানাইজিং সেন্টার। সংগঠনটির গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক ওয়াসিম হেজ বলেন, যুক্তরাষ্ট্র এসব অস্ত্র ইসরায়েলে পাঠাচ্ছে, মার্কিন প্রশাসনকে সতর্কবার্তা দিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর সিরিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথমবার এলএনজি রপ্তানির চুক্তি করল ভেনেজুয়েলা

ইরানে নতুন নেতৃত্ব দরকার : ট্রাম্প

১৮ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যৌথবাহিনীর অভিযানে জামায়াতের সাবেক নেতাসহ আটক ২

সফল হতে নাশতার আগেই যেসব কাজ করবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রার্থিতা ফিরে পেলেন অধ্যাপক রফিকুল ইসলাম

১০

২৪-০ গোলে জিতলেন ঋতুপর্ণারা

১১

ডাকসু নেতার ‘কোটা না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’

১২

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

১৩

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

১৪

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

১৫

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

১৬

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

১৮

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

১৯

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

২০
X