শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাসাবাড়ির ওপর বিধ্বস্ত বিমান, বেশ কয়েকজন নিহত

বিমান বিধ্বস্ত হয়ে ক্ষয়ক্ষতি। ছবি : সংগৃহীত
বিমান বিধ্বস্ত হয়ে ক্ষয়ক্ষতি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান দিয়েগোয় একটি সামরিক আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর একটি সামরিক আবাসিক এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় ঘরবাড়িতে থাকা কেউ আহত হয়নি।

সান দিয়েগো ফায়ার সার্ভিসের সহকারী প্রধান ড্যান এডি এক সংবাদ সম্মেলনে বলেন, বিমানটিতে ৮ থেকে ১০ জন আরোহী থাকতে পারেন। তবে কতজন ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, বিমানটি বিদ্যুৎ লাইনে আঘাত করেছে কিনা তা তদন্ত করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ভোর ৪টার কিছু আগে মার্কিন সামরিক বাহিনীর বৃহত্তম আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এটি অন্তত একটি বাড়ির ওপর আঘাত হানে, যার ছাদ পুড়ে ধসে পড়ে এবং প্রায় ৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় প্রায় ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও বাড়ির ভেতরে থাকা কেউ হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি।

সান দিয়েগোর কর্মকর্তারা বিমান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি, তবে জানিয়েছেন এটি মধ্য-পশ্চিমাঞ্চল থেকে আসা একটি ফ্লাইট ছিল। ফ্লাইট অ্যাওয়ার নামে একটি ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী, কানসাসের উইচিটার ছোট কর্নেল জেমস জাবারা বিমানবন্দর থেকে একটি জেট বিমান সান দিয়েগোর মন্টগোমারি-গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরে ভোর ৩টা ৪৭ মিনিটে পৌঁছানোর কথা ছিল।

সান দিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল বলেন, জেট ফুয়েল রাস্তায় ছড়িয়ে পড়া এবং সবকিছু একসঙ্গে জ্বলতে দেখা ভয়াবহ ছিল।

দুর্ঘটনাস্থল থেকে এক রাস্তা দূরে বসবাসকারী ক্রিস্টোফার মুর বলেন, তিনি ও তার স্ত্রী একটি জোরালো শব্দে জেগে ওঠেন এবং জানালা দিয়ে ধোঁয়া দেখতে পান। তারা তাদের দুই ছোট সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পাড়া থেকে বের হওয়ার পথে তারা একটি গাড়িকে আগুনে জ্বলতে দেখেন। তিনি বলেন, এটি নিশ্চিতভাবে ভয়ংকর ছিল।

এডি জানান, বিমান বিধ্বস্ত হওয়ার সময় ঘনকুয়াশা ছিল। তিনি বলেন, সামনে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনার তদন্ত পরিচালনা করবে।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে সান দিয়েগোর একটি শহরতলিতে একটি টুইন-ইঞ্জিন বিমান বিধ্বস্ত হয়ে পাইলট এবং মাটিতে থাকা একজন ডেলিভারি ড্রাইভার নিহত হয় এবং বাড়িঘর পুড়ে যায়। ২০০৮ সালের ডিসেম্বরে, সান দিয়েগোর ইউনিভার্সিটি সিটি এলাকায় একটি মেরিন কোর ফাইটার জেট একটি বাড়িতে আছড়ে পড়ে, যার ফলে বিস্ফোরণে বাড়ির ভেতরে থাকা চারজন নিহত হয়। মেরিন কোর এই দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটি এবং মানবিক ভুলকে দায়ী করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘টাঙ্গুয়ার হাওরে টুরিস্ট পুলিশের তথ্যসেবা কেন্দ্র করা হবে’

বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

চবিসাসের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক কালবেলার জাহিদুল

প্রশিক্ষণার্থী নারীকে অপদস্থের পর ক্ষমা চাইলেন সেই কৃষি কর্মকর্তা

জাবি শিক্ষার্থীদের তথ্য ফাঁস; নেপথ্যে জাতীয়তাবাদী শিক্ষক

‘ফটোগ্রাফার রাফিদের স্মরণে ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন করা হবে’

তেলের ডিপোর ট্যাংকে আটকে শ্রমিকের মৃত্যু

অনির্বাচিত সরকার সব কিছুর সমাধান করতে পারে না : যুবদল সভাপতি

ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সচেষ্ট সরকার : আইসিটি সচিব

রাজউকের সার্ভারে ঢুকে ভবনের অনুমোদন করিয়ে নিয়েছিল হ্যাকার নিজেই

১০

সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্রাইব্যুনালের প্রসিকিউট ও তদন্তকারী কর্মকর্তারা

১১

জুলাই ঐক্যের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

১২

অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ : নাহিদ ইসলাম

১৩

এবার আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

১৪

শীতের শুরুতে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন

১৫

ডাকসুর রোডম্যাপ দাবিতে ৩২ ঘণ্টা ধরে অনশনে বিন ইয়ামিন

১৬

বই চুরির মামলায় অ্যাকাডেমিক সুপারভাইজার গ্রেপ্তার

১৭

বন্যা না আসতেই ধসে গেল নদী রক্ষা বাঁধ

১৮

বর্তমান পরিস্থিতিতে মির্জা গালিবের ৫ পরামর্শ

১৯

পাকিস্তানকে বিশাল বাঁধ নির্মাণ করে দিচ্ছে চীন

২০
X