সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৩:০০ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৭:২৯ এএম
প্রিন্ট সংস্করণ
নাহিদের মায়ের প্রশ্ন

সন্তান মা-বাবার কাছে নিরাপদ ডিবিতে কীসের নিরাপত্তা?

বাঁ থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামে মা মমতাজ বেগম ও নাহিদ। ছবি : সংগৃহীত
বাঁ থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামে মা মমতাজ বেগম ও নাহিদ। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামসহ পাঁচ সমন্বয়ককে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। ডিবির পক্ষ থেকে বলা হচ্ছে, সমন্বয়কদের নিরাপত্তার স্বার্থে সেখানে নিয়ে আসা হয়েছে। পরিবার যেন নিশ্চিন্ত থাকে। ডিবির এই আশ্বাসে বিশ্বাস রাখতে পারছে না নাহিদের পরিবার।

গতকাল রোববার বিকেলে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে ডিবি কার্যালয়ে যাওয়ার অনুমতি না পেয়ে নাহিদের মা মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, সন্তান মা-বাবার কাছে নিরাপদ। ডিবি অফিসে কীসের নিরাপত্তা? হাসপাতাল থেকে নিয়ে আসার পর আর যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি করেন তিনি। এ সময় নাহিদের মায়ের সঙ্গে দুই ফুফু, এক খালা ও তার স্ত্রী ছিলেন।

এর আগে গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই ডিবি থেকে জানানো হয়, সমন্বয়কদের নিরাপত্তার কারণে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। একই কারণ দেখিয়ে গত শনিবার বিকেলে আরও দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হেফাজতে নেয় ডিবি। এ বিষয়ে গতকাল রোববার দুপুরে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সেফটি এবং সিকিউরিটির স্বার্থে তাদের আমাদের হেফাজতে এনেছি। পরিবারকে আশ্বস্ত করতে চাই, তারা যেন নিশ্চিন্ত থাকতে পারে।

নাহিদের মা বলেন, চিকিৎসাধীন অবস্থায় নাহিদকে তুলে আনা হয়েছে। ডিবি পরিচয়ে নিয়ে আসার পর তার সঙ্গে দেখা বা যোগাযোগ করার সুযোগ দেওয়া হয়নি। হেফাজতে নেওয়া সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, সব ছেলেকে যেন ছেড়ে দেয় তাদের পরিবারের কাছে। আমরা খুব চিন্তাই আছি। যদি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন হতো, তাহলে তো পুলিশ হাসপাতালেই তাদের নিরাপত্তা দিতে পারত। নাহিদকে হেফাজতে নেওয়ার পর এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। আমার ছেলের নিরাপত্তার জন্য এখানে আনা হয়েছে, এটা আমরা মানি না। আমি চাই আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিক। আমরা চাই প্রতিটি সন্তানকে তাদের মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ / বিএনপির অবারিত সুযোগ, আছে চ্যালেঞ্জও

বিএনপির প্রয়োজনীয়তা

ঢাকায় আবাসিক হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

ক্যানসার হাসপাতালকে প্রতিশ্রুতির ১ কোটি টাকা দিচ্ছে জামায়াত

ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, নতুন বিধান যুক্ত

হত্যার উদ্দেশ্যে নুরের ওপর হামলা : রিজভী

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর দিলে ব্যয়বহুল চিকিৎসা চাপ কমবে

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

চাকরির মেয়াদ বাড়ল র‍্যাবের ডিজি ও এসবি প্রধানের 

১০

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

১১

চট্টগ্রামে স্কুল থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩

১২

পিটার হাস বাংলাদেশে, নির্বাচনের আগে আবার আলোচনায়

১৩

বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

১৪

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

১৫

চবিতে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান চসিক মেয়র শাহাদাত

১৬

কুকুর ঘেউ ঘেউ করায় মালিককে কুপিয়ে হত্যার অভিযোগ

১৭

আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৮

উচ্চশিক্ষায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : রুয়েট উপাচার্য

১৯

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

২০
X