কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৩:০০ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৭:২৯ এএম
প্রিন্ট সংস্করণ
নাহিদের মায়ের প্রশ্ন

সন্তান মা-বাবার কাছে নিরাপদ ডিবিতে কীসের নিরাপত্তা?

বাঁ থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামে মা মমতাজ বেগম ও নাহিদ। ছবি : সংগৃহীত
বাঁ থেকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামে মা মমতাজ বেগম ও নাহিদ। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামসহ পাঁচ সমন্বয়ককে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। ডিবির পক্ষ থেকে বলা হচ্ছে, সমন্বয়কদের নিরাপত্তার স্বার্থে সেখানে নিয়ে আসা হয়েছে। পরিবার যেন নিশ্চিন্ত থাকে। ডিবির এই আশ্বাসে বিশ্বাস রাখতে পারছে না নাহিদের পরিবার।

গতকাল রোববার বিকেলে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে ডিবি কার্যালয়ে যাওয়ার অনুমতি না পেয়ে নাহিদের মা মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, সন্তান মা-বাবার কাছে নিরাপদ। ডিবি অফিসে কীসের নিরাপত্তা? হাসপাতাল থেকে নিয়ে আসার পর আর যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি করেন তিনি। এ সময় নাহিদের মায়ের সঙ্গে দুই ফুফু, এক খালা ও তার স্ত্রী ছিলেন।

এর আগে গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই ডিবি থেকে জানানো হয়, সমন্বয়কদের নিরাপত্তার কারণে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। একই কারণ দেখিয়ে গত শনিবার বিকেলে আরও দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হেফাজতে নেয় ডিবি। এ বিষয়ে গতকাল রোববার দুপুরে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সেফটি এবং সিকিউরিটির স্বার্থে তাদের আমাদের হেফাজতে এনেছি। পরিবারকে আশ্বস্ত করতে চাই, তারা যেন নিশ্চিন্ত থাকতে পারে।

নাহিদের মা বলেন, চিকিৎসাধীন অবস্থায় নাহিদকে তুলে আনা হয়েছে। ডিবি পরিচয়ে নিয়ে আসার পর তার সঙ্গে দেখা বা যোগাযোগ করার সুযোগ দেওয়া হয়নি। হেফাজতে নেওয়া সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, সব ছেলেকে যেন ছেড়ে দেয় তাদের পরিবারের কাছে। আমরা খুব চিন্তাই আছি। যদি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন হতো, তাহলে তো পুলিশ হাসপাতালেই তাদের নিরাপত্তা দিতে পারত। নাহিদকে হেফাজতে নেওয়ার পর এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। আমার ছেলের নিরাপত্তার জন্য এখানে আনা হয়েছে, এটা আমরা মানি না। আমি চাই আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিক। আমরা চাই প্রতিটি সন্তানকে তাদের মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১০

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১১

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১২

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১৩

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

১৪

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৫

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১৬

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

১৭

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

১৮

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

১৯

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

২০
X