বিশ্বের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার টানা ১৬ বছর ধরে (ইউরোমনিটর) নাম্বার ১ অবস্থানে রয়েছে। এবার লিভারপুল ফুটবল ক্লাব এবং প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) সঙ্গে হায়ার বহু বছরের গ্লোবাল পার্টনারশিপ ঘোষণা করেছে।
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ বার্লিন এক্সিবিশনে নতুন ব্র্যান্ড স্ট্রাটেজি উন্মোচনের সময় দুই ক্লাবের অফিসিয়ালদের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।
চুক্তির আওতায় হায়ার মাঠে, ডিজিটাল প্ল্যাটফর্ম ও রিটেইল টাচপয়েন্টসে অ্যাক্টিভেশন করবে, ফ্যানসদের জন্য এক্সক্লুসিভ এক্সপেরিয়েন্স তৈরি করবে এবং কো-ব্র্যান্ডেড স্মার্ট হোম প্রোডাক্ট আনার পরিকল্পনা করেছে।
হায়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট হাইশান লিয়াং বলেন, বিশ্বের দুই শীর্ষ ক্লাবের সঙ্গে পার্টনারশিপ আমাদের গ্লোবাল ভিশন ও ইনোভেশনকে আরও শক্তিশালী করবে।
লিভারপুল এফসি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হওয়া ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব। তাদের রয়েছে ১৯টি লিগ টাইটেল, ৬টি ইউরোপিয়ান কাপ এবং প্রায় ৫০ কোটি গ্লোবাল ফ্যানবেস। ক্লাবটির চিফ কমার্শিয়াল অফিসার বেন ল্যাটি বলেন, হায়ারের গ্লোবাল রিচ আমাদের ওয়ার্ল্ডওয়াইড ফ্যানবেসের সঙ্গে মিলে যায়, আমরা একসাথে কাজ করতে উচ্ছ্বসিত।
মন্তব্য করুন