কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৪:০৯ এএম
অনলাইন সংস্করণ
দ. কোরিয়ার বিমান দুর্ঘটনা

বিধ্বস্ত বিমান থেকে কীভাবে প্রাণে বাঁচলেন দুই যুবক?

মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত জেজু এয়ারের বিমান। ছবি : সংগৃহীত
মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত জেজু এয়ারের বিমান। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমান দুর্ঘটনা প্রাণ কেড়েছে ১৭৯ জন মানুষের। ১৮১ আরোহীর মধ্যে শুধু ‘ভাগ্যের জোরে’ বেঁচে গিয়েছেন ওই বিমানের দুজন কর্মী। কিন্তু সবার মৃত্যু হলেও কীভাবে প্রাণে বাঁচলেন ৩২ বছরের লি এবং ২৫ বছরের কওন!

কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের একেবারে শেষ প্রান্তে বসেছিলেন লি ও কওন। পরিসংখ্যান বলছে, বিমানের শেষ প্রান্তের সিটগুলোই যে কোনো বাণিজ্যিক ফ্লাইটের সবচেয়ে নিরাপদ স্থান। ফলে এই শেষ প্রান্তের সিটগুলোই বাঁচিয়ে দিয়েছে তাদের।

বিমান দুর্ঘটনা নিয়ে ২০১৫ সালে একটি পরিসংখ্যানে প্রকাশ করে আমেরিকার টাইম ম্যাগাজিন। ওই পরিসংখ্যানে বিগত ৩৫ বছরের যাবতীয় বিমান দুর্ঘটনার তথ্য ঘেঁটে দেখানো হয়। প্রত্যেক দুর্ঘটনায় কত জন মারা গেছেন এবং কত জন বেঁচে ফিরেছেন, মৃত এবং বেঁচে যাওয়ারা বিমানের কোন আসনে বসেছিলেন তার একটি বিস্তারিত তালিকা করা হয় সেখানে।

পরিসংখ্যানে উঠে আসে, বিমানের পেছন দিকের আসনগুলোতে বসলে দুর্ঘটনার পরেও মৃত্যুর হার তুলনামূলক কম থাকে। একদম শেষের আসনগুলোতে মৃত্যুর আশঙ্কা ৩২ শতাংশ, মাঝের আসনগুলোতে ৩৯ শতাংশ এবং সামনের দিকের আসনে মৃত্যুর আশঙ্কা ৩৮ শতাংশ।

তবে ওই রিপোর্টের দাবি, বিমানের পেছনের দিকের মাঝের আসনগুলোতে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে কম থাকে— ২৮ শতাংশ।

মুয়ানে বিমান দুর্ঘটনার পর যখন চারদিক আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে গেছে তখনই বিমানের শেষ প্রান্ত থেকে উদ্ধার করা হয় লি ও কওনকে। তবে আকস্মিক ধাক্কায় দুর্ঘটনার সব স্মৃতি হারিয়েছেন প্রাণে বেঁচে যাওয়া দুই যুবক। ওই বিমানে কী ঘটেছিল, কোন অলৌকিক শক্তিতে প্রাণে বেঁচে গেলেন, কিছুই মনে করতে পারছেন না তারা!

হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, আঘাতের জেরে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন লি। সোমবার তার জ্ঞান ফিরেছে। কিন্তু জ্ঞান ফেরার পরও অনেকটা আতঙ্কিত রয়েছেন তিনি। ‘কী ভাবে দুর্ঘটনা ঘটল?’ চিকিৎসকদের প্রশ্নের উত্তরে কিছুই মনে করতে পারছেন না ওই যুবক।

লি-র মতোই কিছুই মনে নেই কওনেরও। আপাতত কওনের অবস্থা আশঙ্কাজনক নয়। মাথায়, গোড়ালিতে এবং পেটে আগাত পেয়েছেন তিনি। মাথার খুলিতেও চিড় ধরেছে, তবে তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রবিবার ভোরে ব্যাংকক থেকে ফিরছিল দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের ওই বিমানটি। বিমানে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন বিমানকর্মী ছিলেন। জিওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় বিমানটি। এঘটনায় বিমানের ১৭৯ জন আরোহী প্রাণ হারান। অনেকেই বলছেন, এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ‘অন্যতম ভয়ংকর’ বিমান দুর্ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত বাতিল

২০২৪-এই মৃত্যুর আভাস! ভাইরাল শেফালির জন্মছক

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

শেফালির মৃত্যু ঘিরে রহস্য, সামনে এলো নতুন তথ্য

অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত জর্ডানের

মালয়েশিয়ায় বর্ণিল আয়োজনে 'বাংলাদেশ উৎসব'  উদযাপন

অচলাবস্থা আমদানি-রপ্তানি বাণিজ্য / দ্বিতীয় দিনের মতো চলছে এনবিআরের শাটডাউন

নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ভারতে কমলো সোনা ও রুপার দাম

এনটিআরসিএ কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ

১০

বিএনপি নেত্রী শাহনাজ গ্রেপ্তার

১১

অপরাধীদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা বিএনপি নেতার

১২

ক্যাটরিনার সোজাসাপ্টা মতামতে মুগ্ধ ভিকি

১৩

চুলের যত্নে ঘরেই তৈরি করুন ৫ সিরাম

১৪

ফেস্টিভ্যাল অব অস্ট্রেলিয়াতে উদ্যোক্তা চ্যালেঞ্জের বিজয়ীদের নাম ঘোষণা

১৫

পাঁচ দিন ভারি বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যেই যেসব জেলায় হতে পারে ঝড়

১৬

জুলাই সনদ স্বাক্ষর কবে, জানালেন আলী রীয়াজ

১৭

সরকারি গাছ বাড়ি নিয়ে বিএনপি নেতা বললেন, ‘আমার অন্যায় হয়েছে’

১৮

ইরানের ইউরেনিয়াম নিয়ে জাতিসংঘের পরমাণু সংস্থার নতুন তথ্য

১৯

দাবি আদায়ে অটল পরমাণু শক্তি কমিশনের আন্দোলনকারীরা

২০
X