কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের আকাশে রহস্যময় ড্রোন

আকাশে রহস্যময় ড্রোন। প্রতীকী ছবি
আকাশে রহস্যময় ড্রোন। প্রতীকী ছবি

ভারতের আকাশে একঝাঁক রহস্যময় ড্রোনের দেখা মিলেছে। সোমবার রাতে এসব ড্রোন আকাশে চক্কর দিতে দেখা গেছে। এ ঘটনায় আবার নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

বুধবার (২১ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আকাশে রাতে ড্রোন উড়তে দেখায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কোথা থেকে এসব ড্রোন আসছে আর কারা উড়িয়েছে তা নিয়েও নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। এসব প্রশ্নের নানা উত্তর খুঁজছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় এসব ড্রোন উঠতে দেখা গেছে। ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের উপর দিয়ে এসব ড্রোন উড়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি সেনাবাহিনীও বিষয়টি খতিয়ে দেখছে।

আনন্দবাজার জানিয়েছে, বেশির ভাগ ড্রোন বিজয় দুর্গের (সাবেক ফোর্ট উইলিয়াম) আশপাশে উড়েছে। এ এলাকাটি রেড জোন হিসেবে পরিচিত। ফলে এলাকাটিতে ড্রোন উড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এজন্য ড্রোন নিয়ে নানা রহস্য দানা বাঁধছে।

কলকাতা পুলিশ সূত্র জানিয়েছে, ড্রোনগুলো মহেশতলার দিক থেকে আসতে দেখা গেছে। এজন্য বিভিন্ন জায়গায় সতর্ক করা হয়েছে। সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে চার দিনের লড়াইয়ের পর, ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতি হয়। এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ!’

পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ ‘নিরপেক্ষ একটি স্থান’ আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ শিক্ষকের সেই স্কুলে এবারও সবাই ফেল

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

এসএসসিতে আমিরাতের ২ প্রতিষ্ঠানে পাসের হার ৭২ শতাংশ

এক দেশে ৩৫%, অন্যদের ২০% শুল্কের ইঙ্গিত ট্রাম্পের

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা চরমে

প্রথম প্রেম ভুলতে পারেননি আনুশকা

রাবিপ্রবিতে প্রথমবার ছাত্রদলের কমিটি

শেষ ওভারের নাটকীয়তায় রংপুরের জয়

প্রতিদিন ১৫ মিনিট হাঁটলেই ৭ পরিবর্তন আসবে আপনার

১০

কক্সবাজারে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

১১

নদীতে সেতু ভেঙে পড়া নিয়ে প্রত্যক্ষদর্শীর রোমহর্ষক বর্ণনা

১২

যমজ দুই ভাইয়ের আশ্চর্যজনক ফলাফল

১৩

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনি আসলে কেমন

১৪

৮ শিক্ষকের স্কুলে ৯ পরীক্ষার্থী, অথচ সবাই ফেল

১৫

চলন্ত বাইক থেকে ফেলা হলো ছাত্রলীগ নেতাকে, এরপর যা ঘটল

১৬

ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

১৮

ছুটির দিনেও খোলা থাকবে কাস্টম হাউস

১৯

দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০
X