ড. কামরুল হাসান মামুন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিসিএস প্রশ্নফাঁস: কী ভুলের মধ্যে ছিল আমাদের ছাত্রছাত্রীরা!

ড. কামরুল হাসান মামুন। ছবি : সৌজন্য
ড. কামরুল হাসান মামুন। ছবি : সৌজন্য

যেই বিসিএস পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি হয়ে বিভাগের লেখাপড়াকে বাদ দিয়ে বিসিএস পড়ে বিশ্ববিদ্যালয়ের সত্যিকারের লেখাপড়াকে প্রায় ধ্বংস করে ফেলেছে, সেই বিসিএস পরীক্ষার এখন যেই লোমহর্ষক দুর্নীতির কাহিনি শুনে মনে হচ্ছে ওদের অনেকের তো আমও গেল ছালাও গেল। কী ভুলের মধ্যে ছিল আমাদের ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পড়তে যাওয়ার জন্য ভোর সকালে লাইন দিতে দেখতাম। পুরো লাইব্রেরি থাকতো বিসিএস চাকরিপ্রত্যাশীদের দখলে। সেখানে নিয়মিত শিক্ষার্থীরা লাইব্রেরিতে জায়গা পেত না। আর এখন পিএসসির অধীনে নানা চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের লোমহর্ষক কাহিনি শুনছি। সৎ শিক্ষার্থীদের সঙ্গে কী পরিমাণ প্রতারণা করা হয়েছে ভাবুন তো।

কোনো একটি দুইটি পরীক্ষা না। গত এক বছর ২ বছরের ঘটনা না। ৩৩তম বিসিএস থেকে ৪৪তম বিসিএস পরীক্ষা ধরে এই প্রশ্নপত্র ফাঁস ঘটে চলেছে। ভাবতে পারেন কত শত কর্মকর্তা প্রশ্ন ফাঁস দিয়ে চাকরি পেয়েছে? এরা তো চাকরি পাওয়ার পরদিন থেকেই লেগে যাবে প্রথমে প্রশ্ন কেনার টাকা ওঠাতে ঘুষ-দুর্নীতির মাধ্যমে। আর একবার শুরু করলে এর মাত্রা কেবল বাড়বেই। দেশে যে দুর্নীতির মহোৎসব চলছে তার পেছনে এটিও একটি বড় কারণ।

তাহলে এ থেকে মুক্তির উপায় কী? কোনো সহজ সরল উপায় নাই। কঠোর সব পদক্ষেপ ছাড়া এ থেকে উত্তরণের কোনো পথ খোলা নেই। এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণকে কাজে লাগানো যেতে পারে। সাংবাদিক গোলাম মর্তুজা তার এক পোস্টে এটি তুলে ধরেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ২০১৮ সালের দিকে প্রশ্ন ফাঁসের ঘটনার অভিযোগের সত্যতা সামনে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় তখন খুব কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছিল। তারা এটা নিশ্চিত করেছিল— যে বা যারা এই প্রক্রিয়ায় ভর্তি হয়েছিল সেসব শিক্ষার্থীকে চিহ্নিত করে তাৎক্ষণিক ৮৭ জনকে বহিষ্কার করা হয়েছিল। তাদের অনেকে ১ম, ২য়, ৩য়, এমনকি ৪র্থ বর্ষে এসেও বহিষ্কৃত হয়েছিল। এর মধ্য দিয়ে জনসাধারণের কাছে যে বার্তাটা গেছে তা হলো, ফাঁস হওয়া প্রশ্নে ঢাবিতে ভর্তি হতে পারলেও একদিন না একদিন সেটা প্রকাশ পাবে এবং সেদিন বহিষ্কৃত হতেই হবে।

ঠিক একইভাবে পিএসসির ফাঁসকৃত প্রশ্ন পেয়ে যারা যারা চাকরি পেয়েছে তাদেরকে তো চিহ্নিত করে তাদেরকে শুধু চাকরিচ্যুত না বরং তাদের বিরুদ্ধে আইনানুগ বিচারের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে প্রশ্ন ফাঁসকারীদের তালিকা করে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত কর্মচারী ও অফিসারকে চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত শুধু না রাষ্ট্রীয় আইনে বিচারের আওতায় আনতে হবে। এই সিদ্ধান্তের কোনো বিকল্প নাই। পিএসসি চেয়ারম্যান, ও সদস্যসহ সকলকেই এই বিচারের আওতায় আনতে হবে। মগের মুল্লুক পেয়ে গেছিল। প্রশ্নফাঁসের পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে ঘুষ-দুর্নীতি আর রাষ্ট্রীয় নানা সুবিধা নিয়ে দেশটাকে হায়েনার মতো খামচে ধরেছিল।

পুরো পিএসসিকে এখন নতুন করে ঢেলে সাজাতে হবে। ধরে নেওয়া যায় এখানকার সবাই হয় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিল না হয় এদের সহযোগী ছিল কিংবা এদের অন্যায় কাজ দেখে বা জেনেও চুপ ছিল। (অধ্যাপক ড. কামরুল হাসান মামুনের ফেসবুক পোস্ট থেকে নেওয়া)

ড. কামরুল হাসান মামুন : অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সাংবাদিক

উল্টোরথে শেষ হলো রথযাত্রার মহোৎসব

আশুরায় শুধু কারবালার নয়, রয়েছে আরও যত ঘটনা

ফারিন খানের রহস্যময় পোস্ট, কী চলছে এই অভিনেত্রীর জীবনে?

যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন

ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কে গেল আরও দুই ভাইয়ের প্রাণ

পানি আগ্রাসন বন্ধ করতে হবে : রাশেদ প্রধান

নির্বাচন নিয়ে টালবাহানার জবাব রাজপথে দেওয়া হবে : মুরাদ

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সাজু

বাংলাদেশে ঠেলে দিতে বিশেষ বিমানে করে ২০০ জনকে সীমান্তে আনল ভারত

১০

যে কারণে চুম্বন দৃশ্যে না বলেন সালমান, রহস্য ফাঁস করলেন আরবাজ

১১

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলে ৩৪৭ রোগী পেলেন অনুদান

১২

ইনসাফের বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই: বুলবুল

১৩

চবি ভিসিকে শিক্ষার্থী / ‘নিজের যোগ্যতায় বসেননি, আমরা আপনাকে বসিয়েছি’

১৪

সিভাসুর ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, বহিষ্কার ১৯

১৫

জবির মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

মান্না ছিলেন বাংলাদেশের ‘জেমস বন্ড’ : জাহিদ হাসান

১৭

করাচিতে ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ১৯

১৮

আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে : সালাহউদ্দিন

১৯

১৩-০! শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবাদের

২০
X