এভারেস্ট জয় করলেন আরেক বাংলাদেশি

এভারেস্ট জয় করলেন আরেক বাংলাদেশি

পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি।  বেসক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন
বাজারে টাকার সরবরাহে ফের লাগাম টানা হচ্ছে
বাজারে টাকার সরবরাহে ফের লাগাম টানা হচ্ছে
হজ পালনে সৌদি গেছেন ২৮ হাজারের বেশি বাংলাদেশি
হজ পালনে সৌদি গেছেন ২৮ হাজারের বেশি বাংলাদেশি
কিরগিজস্তানে আতঙ্কে বাংলাদেশি শিক্ষার্থীরা
বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা / কিরগিজস্তানে আতঙ্কে বাংলাদেশি শিক্ষার্থীরা
ইরানে দুই নারীসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে দুই নারীসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর
সকালের মধ্যে তীব্র ঝড় হতে পারে যেসব জেলায়
সকালের মধ্যে তীব্র ঝড় হতে পারে যেসব জেলায়
ঢাকায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল শেষে শিক্ষার্থী খুন
ঢাকায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল শেষে শিক্ষার্থী খুন
  • সুভাষ সিংহ রায়
    সুভাষ সিংহ রায়রাজনীতি বিশ্লেষক

    শেখ হাসিনার পথে পথে পাথর

    কবি নির্মলেন্দু Myণের একটা কাব্যগ্রন্থের নাম ‘পথে পথে পাথর’। সেই কাব্যগ্রন্থের একটা কবিতাই হচ্ছে ‘পথে পথে পাথর’। কবিতার কয়েকটি লাইন এমন ‘শেখ হাসিনা আপনার বেদনা আমি জানি/ আপনি বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়িতে পা দিয়েছিলেন মাত্র/ পাড়ি দিতে দুর্গম গিরি কান্তার মরু পথ/ আপনার পথে পথে পাথর ছড়ানো।’ দুদিন আগে শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল। ১৯৮১ সালের ১৭ মে যখন স্বদেশ প্রত্যাবর্তন করেন, তখন তিনি বঙ্গবন্ধু ভবনে থাকতে পারেননি; বাড়িতে ঢুকতেও পারেননি। আমরা তো এখন সবাই জানি, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ৬৭৭ নম্বর বাড়িতে বাবা-মা, চাচা, ভাই-ভাবিসহ পরিবারের সদস্যের জন্য একটু দোয়া পড়তে চেয়েছিলেন, সেটাও জিয়াউর রহমান সরকারের বাধার কারণে

    আবদুল গাফ্ফার চৌধুরী আমার বন্ধু

    বাংলা ভাষাভাষী মানুষের কাছে আবদুল গাফ্ফার চৌধুরী অতি পরিচিত, অতি প্রিয় একটি নাম। এই নামের সঙ্গে জড়িয়ে আছে অনেক অলিখিত ইতিহাস, অনেক ঐতিহাসিক গৌরবগাথা। অষ্টাশি বছরের দীর্ঘজীবনে তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করলেও ১৯৫২ সালের প্রেক্ষাপটে রচিত ‘অমর একুশে’ গানের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তার রচিত অমর সংগীত বিশ্বব্যাপী প্রচারিত হয়। এই গানটি তাকে অমরত্ব দান করেছে। আমার সৌভাগ্য যে, এমন একজন বরেণ্য মানুষ আমার অকৃত্রিম বন্ধু ছিলেন। তার প্রয়াণে সমগ্র বাঙালির মতো আমিও অশ্রুসিক্ত, শোকে ম্রিয়মাণ। একটি মহানক্ষত্রের পতন হলে যেমন করে কেঁপে ওঠে আকাশের বিশাল হৃদয়, আবদুল গাফ্ফার চৌধুরীর মতো একজন মহান মানুষের মহাপ্রয়াণেও বাংলা

    নির্বাচন হোক শান্তিপূর্ণ

    দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন আগামী মঙ্গলবার। এদিন ১৫৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে। ভোটের ৩৬ ঘণ্টা আগে অর্থাৎ আজ রোববার রাতেই শেষ হচ্ছে সব আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। তবে প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের এ নির্বাচনেও সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়ার ঘটনা সত্যিকারই দুঃখজনক ও অগ্রহণযোগ্য। কেননা সদ্য শেষ হওয়া প্রথম ধাপের নির্বাচনে সংঘটিত সংঘাত-সহিংসতার ঘটনাগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে নির্বাচন কমিশন, জনপ্রতিনিধি, প্রশাসনসহ সংশ্লিষ্টরা কেউই যে তা কমানোর বিষয়ে আন্তরিক ছিলেন না অথবা আন্তরিকতা থাকলেও সফল হননি—দ্বিতীয় ধাপের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা কেন্দ্র করে বিভিন্ন উপজেলায় এ চরম শঙ্কাই তার সাক্ষ্য বহন করে। শনিবার কালবেলায় প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদনে বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে, ভোটের
  • হো চি মিন

    হো চি মিন ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব; বিপ্লবী কমিউনিস্ট নেতা। হো চি মিন তার ছদ্মনাম। তার প্রকৃত নাম নুয়েন সেন কুং। দেশটির জনগণ তাকে ‘আঙ্কেল হো’ বলেও ডাকে। তিনি ১৮৯০ সালের ১৯ মে হোয়াং ট্রিল গ্রামে জন্মগ্রহণ করেন। বিশ্ব ইতিহাসে যে কয়জন ব্যক্তি একটি জাতির জন্য স্বাধীনতার দূত হয়ে এসেছিলেন, হো চি মিন তাদের মধ্যে অন্যতম। একজন সাধারণ মানুষ কীভাবে একটি জাতির স্বপ্নদ্রষ্টা হয়ে উঠতে পারেন, তারই বড় প্রমাণ হো চি মিন। এই আধুনিক বিশ্বেও তার কীর্তি সবার জন্য অনুপ্রেরণাদায়ী। হো চি মিন ছিলেন ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। হো গড়ে তোলেন ভিয়েত মিন মুক্তিবাহিনী। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি

    মানিক বন্দ্যোপাধ্যায়

    মানিক বন্দ্যোপাধ্যায় ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের শক্তিমান লেখক। তিনি ১৯০৮ সালের ১৯ মে বাবার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের কাছে মালবদিয়া গ্রামে। বাবা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের গ্র্যাজুয়েট। তিনি সেটেলমেন্ট বিভাগে চাকরি করতেন এবং শেষ জীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসিতে ভর্তি হয়ে পাঠ অসমাপ্ত রেখেই পেশাগত জীবনে প্রবেশ করেন। তিনি সহোদরের সঙ্গে যৌথভাবে ‘উদয়াচল প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং হাউস’ পরিচালনা করেন ১৯৩৪ থেকে ১৯৪০ সাল পর্যন্ত। একই সঙ্গে তিনি বঙ্গশ্রী পত্রিকার সহকারী সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। এ ছাড়া কিছুদিন ভারত সরকারের ন্যাশনাল ওয়ার

    নকল বিড়ির আগ্রাসনে রাজস্ব হারাচ্ছে সরকার

    তামাক ব্যবহারের অন্যতম মাধ্যম বিড়ি। দরিদ্র শ্রেণির ধূমপায়ীদের মধ্যে বিড়ি বেশ জনপ্রিয়। সময়ের পরিক্রমায় বাংলাদেশে বিড়ি সম্মুখীন হয়েছে নানা প্রতিকূলতায়। শ্রমঘন দেশীয় কুটির শিল্প হিসেবে যেখানে বিড়ি আনুকূল্য পাওয়ার দাবিদার, সেখানে বিড়িকে সম্মুখীন হতে হয়েছে নানাবিধ প্রতিকূলতায়। বিড়ির বাজার প্রতিযোগী সিগারেট, বিশেষত বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্যায্য সুবিধা ভোগ করে বিড়িকে অসম প্রতিযোগিতায় নিক্ষেপ করে এর বাজার দখল করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের ২০১৯ সালের প্রকাশনায় বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের তামাক ব্যবহারের বৈশ্বিক গবেষণা ২০০৯ ও ২০১৭ দেখাচ্ছে যে, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের ধূমপানের হার কমেছে দারুণভাবে—২০০৯ সালে ২৩ শতাংশ থেকে ২০১৭-তে ১৮ শতাংশ। তবে ধূমপানের এ নিম্নহার
  • ড. মো. আবদুর রহিম
    ড. মো. আবদুর রহিমঅধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাবি

    গণতন্ত্রের প্রত্যাবর্তন

    পঁচাত্তরের নৃশংসতম হত্যাযজ্ঞে পরিবারের সবাইকে হারিয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা শরণার্থী হয়ে আশ্রয় পান ভারতে। ছয় বছরের যন্ত্রণাদায়ক নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করেন। এ প্রত্যাবর্তন নিছক একজন মানুষ শেখ হাসিনার প্রত্যাবর্তন নয়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে একদিকে যেমন তার দুই কন্যাকে নির্বাসনে থাকতে বাধ্য করা হয়, অন্যদিকে দেশের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সবকিছুই নির্বাসিত হয়। ফিরে আসে মুক্তিযুদ্ধের মাধ্যমে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি আদর্শের সাম্প্রদায়িক রাজনীতি এবং সামরিক স্বৈরতন্ত্র। শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রকৃত অর্থেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়। সে পথেই ফিরে আসে মুক্তিযুদ্ধের হারানো চেতনা, আইনের শাসন, মানবাধিকার এবং বঙ্গবন্ধুর সোনার
    মোস্তফা কামাল

    বিবিতে হ্যাকার সিদ্ধ, পুঁজিবাজারে জুয়াড়ি

    সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে কী ফল পেলে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ডিএসই? সাংবাদিক রোখার বুদ্ধিটির আয়োজক এ তিন সংস্থার ভেতরের সব নয়ছয় কি শেষতক আড়াল থাকল? ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে নতুন করে বিশাল অঙ্কের টাকা হ্যাকিংয়ের খবর। বাংলাদেশ ব্যাংক এ সংবাদের প্রতিবাদ করেছে বিবৃতির মাধ্যমে। বলছে, খবরটি ভুয়া। নিউইয়র্ক ফেডের সঙ্গে লেনদেনে নিশ্চয়তার ক্ষেত্রে বর্তমানে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নীতি চালু রয়েছে উল্লেখ করার মাঝেই বাংলাদেশ ব্যাংকে ছুটে যান ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। পিটার হাসের সেখানে ছুটে যাওয়া, গভর্নরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের খবরও চাপা থাকেনি। ঘটনার পরম্পরায় অনেকটা ২০১৬ সালের
    ড. মো. শফিকুল ইসলাম
    ড. মো. শফিকুল ইসলামসহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

    তিনি এসেছিলেন বলে…

    আজ বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশের উন্নয়নের রূপকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এক ঐতিহাসিক দিন ছিল ১৭ মে ১৯৮১, কারণ ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর শেখ হাসিনা ও শেখ রেহানা ভাগক্রমে বেঁচে যান। তারা তখন বিদেশ থাকায় ঘাতকরা তাদেরকে হত্যা করতে পারেনি। আজকে সেই কারণে এক সফল নেতার কারণে দেশ এগিয়ে যাচ্ছে, অন্য দেশও বাংলাদেশকে অনুকরণ করতে চাচ্ছে। তিনি এসেছিলেন বলে দেশ আজকে এই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের চার দশক পূর্তি হয়েছে
অনলাইন জরিপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিআরটিএর নতুন নির্দেশনা

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়া আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন

এভারেস্ট জয় করলেন আরেক বাংলাদেশি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী?

সৌদিতে আরও ১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

হজ পালনে সৌদি গেছেন ২৮ হাজারের বেশি বাংলাদেশি

জামালপুরে ধর্মঘট পালন করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা

কী আছে আজ আপনার ভাগ্যে?

১০

‘আমরা নিরাপদে নেই, দুই দিন ধরে না খেয়ে আছি’

১১

ইরানে দুই নারীসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

১২

পাঁচ প্রার্থীই আ.লীগের শীর্ষ নেতা, বিভক্ত কর্মীরা

১৩

দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, ১০ অঞ্চলে সতর্কসংকেত

১৪

প্রতিষ্ঠার ১৬ বছরেও সবুজায়ন হয়নি পাবিপ্রবি ক্যাম্পাস

১৫

ব্রিটেনে শিশুর নাম মোহাম্মদ রাখার হিড়িক

১৬

ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

১৭

সকালের মধ্যে তীব্র ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

১৯ মে : নামাজের সময়সূচি

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

২০
আইনের ঊর্ধ্বে সিমপ্লেক্স!
আইন অমান্য করে সিমপ্লেক্স ডেভেলপারস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রাজধানীর কাফরুলে একের পর এক নির্মাণ করে চলেছে ঝুঁকিপূর্ণ বহুতল আবাসিক ভবন। আদালতের নিষেধাজ্ঞা পরও নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অভিযোগ উঠেছে,
বিচিত্র / রেস্তোরাঁর নেতিবাচক রিভিউ দিয়ে যুবক গ্রেপ্তার!
ইন্টারনেট জগতে রিভিউ বা পর্যালোচনামূলক মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি একটি নেতিবাচক রিভিউ যে কোনো ব্যবসাকে একেবারে ধসিয়েও দিতে পারে। যে কারণে ইতিবাচক রিভিউ পেতে মরিয়া ইন্টারনেটে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো। তাই
জাদুঘর দিবস আজ / অদ্ভুত সব জিনিসের সংগ্রহশালা
জাদুঘর মানেই হারিয়ে যাওয়া সব ব্যতিক্রমী জিনিসের সংগ্রহশালা। এটি ইতিহাস-ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে। আর এটি যদি হয় অদ্ভুত ও উদ্ভট সবকিছুর সংগ্রহশালা, তাহলে সেসব নিয়ে জানার
সুইমিংপুলের মতোই কৃষ্ণগহ্বর!
মহাকাশে থাকা ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের আশপাশে নিমজ্জিত অঞ্চল থাকার কথা জানিয়েছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। ১৯১৫ সালে তিনি এক তত্ত্বে এমন তথ্য তুলে ধরেন। এ ঘটনার ১০০ বছরের বেশি সময়
ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিআরটিএর নতুন নির্দেশনা
ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিআরটিএর নতুন নির্দেশনা
রাজধানী ঢাকার দুই সিটিতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করেছে কয়েক দিন আগেই। এরপরও ঢাকার সরকে চলতে দেখা গেছে ব্যাটারিচালিত রিকশাকে। এ জন্য এদের বিরুদ্ধে এবার নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।  বিআরটিএ থেকে বলা হয়েছে, ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রং চটা, জরাজীর্ণ, লক্কর-ঝক্কর মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। এসব চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  রোববার (১৯ মে) বিআরটিএ’র দেওয়ার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার ঢাকা মহানগরীতে চলাচলের কারণে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার এবং ফিটনেসের অনুপযোগী, রংচটা, জরাজীর্ণ ও লক্কর-ঝক্কর মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় ঢাকা মহানগরীতে ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি- হুইলার এবং ফিটনেস এর অনুপযোগী, রং চটা, জরাজীর্ণ ও লক্কর-ঝক্কর মোটরযান চলাচল বন্ধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত ১৫ মে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার দুই সিটি মেয়র, বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, ব্যাটারিচালিত কোনো গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে। আমরা ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি। তবে শুধু নিষেধাজ্ঞা নয়, চলতে যেন না পারে সে ব্যবস্থা নিতে হবে।
১৪ মিনিট আগে

নতুন ভবনে নতুন আঙ্গিকে গণহত্যা জাদুঘর

১৪ ঘণ্টা আগে

তাপপ্রবাহের সতর্কবার্তা প্রত্যাহার, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

১৪ ঘণ্টা আগে

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ভয়ংকর তথ্য

১৬ ঘণ্টা আগে

ঢাকায় অনুষ্ঠিত হলো মিডিয়া সামিট 

১৬ ঘণ্টা আগে

হুটার-হাইড্রোলিক হর্ন নিয়ে নতুন সিদ্ধান্ত

১৬ ঘণ্টা আগে
সংগঠনের অবস্থা জানতে জেলা সফর শুরু করছে যুবদল
সংগঠনের অবস্থা জানতে জেলা সফর শুরু করছে যুবদল
সরকারবিরোধী দীর্ঘ আন্দোলনের পর তৃণমূলে সংগঠন ও নেতাকর্মীদের অবস্থা জানতে চলতি সপ্তাহ থেকে পর্যায়ক্রমে দেশের ৮২টি সাংগঠনিক জেলায় সফর শুরু করবে জাতীয়তাবাদী যুবদল। এ ছাড়া আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। শুক্রবার (১৭ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা এবং পরবর্তীতে অনলাইন প্ল্যাটফর্ম জুমে সংগঠনের ১০ বিভাগীয় সহসভাপতি, সহসাধারণ সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকের সঙ্গে কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় যুবদলের বিভাগীয় নেতারা ৭ জানুয়ারির নির্বাচন পরবর্তী জেলাপর্যায়ে সংগঠনের নেতাকর্মীদের ওপর সরকারের জেল-জুলুম ও নির্যাতনের ভয়াবহতার চিত্র তুলে ধরেন। এ ছাড়া চলমান উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান তারা। যুবদল নেতাদের জেলা সফর প্রসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না কালবেলাকে বলেন, ‘সংগঠনের নেতাকর্মীদের খোঁজ নেওয়া, পারস্পারিক সম্পর্কোন্নয়ন- এটাই জেলা সফরের মূল বিষয়। সর্বোপরি সংগঠনকে শক্তিশালী করার জন্য এ জেলা সফর। আশা করছি, ২৪ মে থেকে প্রথম পর্যায়ের সফর শুরু হবে। পর্যায়ক্রমে দেশের ৮২টি সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল যাবে। যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় সভায় সংগঠনের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদায় সহসাধারণ সম্পাদক আজিজুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা বিভাগীয় সহসভাপতি রেজাউল কবির পল, চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি মোহাম্মদ শাহেদ, রাজশাহী বিভাগের সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, বরিশাল বিভাগের সহসভাপতি এইচ এম তসলিম উদ্দিন, সিলেট বিভাগের সহসভাপতি জাকির হোসেন উজ্জল, রংপুর বিভাগের সহসভাপতি নাজমুল আলম নাজু, কুমিল্লা বিভাগের সহসভাপতি আনোয়ারুল হক, ময়মনসিংহ বিভাগের সহসভাপতি খন্দকার মাসুদুল হক, ফরিদপুর সাংগঠনিক বিভাগের সহসভাপতি বেনজির আহমেদ তাবরেজ, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক (দপ্তরে সংযুক্ত) নুরুল ইসলাম সোহেল, সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়াসহ সব বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।  
১২ ঘণ্টা আগে
অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে সরকার : মান্না
অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে সরকার : মান্না
যে বার্তা দিলেন জামায়াতের সেক্রেটারি  
যে বার্তা দিলেন জামায়াতের সেক্রেটারি  
জীবন দিয়ে দেশবিরোধী অপশক্তিকে মোকাবিলা করব : নাছিম 
জীবন দিয়ে দেশবিরোধী অপশক্তিকে মোকাবিলা করব : নাছিম 
আন্দোলন নিয়ে নতুন বার্তা কর্নেল অলির
আন্দোলন নিয়ে নতুন বার্তা কর্নেল অলির
গাজায় গণহত্যার বিরুদ্ধে এবি পার্টির বিক্ষোভ 
গাজায় গণহত্যার বিরুদ্ধে এবি পার্টির বিক্ষোভ 
গোষ্ঠীতন্ত্র, সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: মেনন
গোষ্ঠীতন্ত্র, সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: মেনন

অর্থনীতিকে ধারণ করার সক্ষমতা হারাচ্ছে ব্যাংকিং খাত : ফাহমিদা খাতুন

বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।  তিনি বলেন, ব্যাংকিং খাতে নৈরাজ্য এমন পর্যায়ে গেছে যে, আইএমএফের পরামর্শক্রমে ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। কিন্তু যথেষ্ট পূর্ব প্রস্তুতি না থাকায় একীভূতকরণ চ্যালেঞ্জের মুখে পড়েছে। জোর করে ব্যাংক একীভূতকরণ টেকসই হতে পারে না। সুশাসনের অভাবে সামগ্রিক অর্থনীতিকে ধারণ করার সক্ষমতা হারাচ্ছে ব্যাংকিং খাত। শনিবার (১৮ মে) ঢাকার এফডিসিতে ব্যাংক একীভূতকরণ নিয়ে ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি ফাহমিদা খাতুন এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী।  ফাহমিদা খাতুন বলেন, বাইরে থেকে আরোপিত সিদ্ধান্ত কার্যকর করার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারছে না। জনগণ ব্যাংকিং খাতের ওপর আস্থা হারিয়েছে। ব্যাংকে গচ্ছিত আমানত নিরাপদ রাখতে কেন্দ্রীয় ব্যাংক কোনো নিশ্চয়তা প্রদান করতে পারছে না। ফলে আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যাদের কারণে ব্যাংকিং খাতে রক্তক্ষরণ হচ্ছে, তারা ধরাছোঁয়ার বাইরে থাকছে। ব্যাংকের খেলাপি ঋণের সঠিক তথ্য জনগণ জানতে পারছে না। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেন, সম্প্রতি সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে না দেওয়া নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যার ব্যাখ্যা বাংলাদেশ ব্যাংকের দেওয়া উচিত।  তিনি আরও বলেন, সরকারের উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করে গণমাধ্যম। দেশের আর্থিক খাতের বড় বড় অনিয়মের সংবাদ প্রকাশ করে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন সাংবাদিকেরা। বাজেটের আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকারে যে বাধা তৈরি করা রয়েছে, তা অচিরেই দূর করা উচিত। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, ভল্টের স্বর্ণ খোয়া যাওয়া, ঋণখেলাপি, ঋণ জালিয়াতি, অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়ম গণমাধ্যমে তুলে ধরা সাংবাদিকদের অপরাধ নয়, বরং পেশাগত দায়িত্ব। এ বাস্তবতায় আর্থিক খাতের শৃঙ্খলা বজায় রেখে ব্যাংক একীভূতকরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা ধরে রাখতে ডিবেট ফর ডেমোক্র্যাসির পক্ষ থেকে ১০ দফা সুপারিশ করা হয়।  সেগুলো হলো- ১. ব্যাংক থেকে নামে-বেনামে আত্মসাৎ করা অর্থ আদায়ে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ও প্রয়োজনে প্রচলিত আইনের সংস্কার করে অপরাধীদের বিচারের ব্যবস্থা করা। ২. আর্থিক খাতে জবাবদিহি ও সুশাসন নিশ্চিতে স্বাধীন ব্যাংক কমিশন গঠন করা। ৩. ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিসহ ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের নামের তালিকা জাতীয় সংসদে প্রকাশ করা। ৪. আর্থিক খাতে জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তি ও ঋণখেলাপিদের সব ধরনের নাগরিক সুবিধা সীমিতকরণ, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ও তাদের নতুন ঋণ না দেওয়াসহ দুদকের মাধ্যমে তদন্ত করা। ৫. যারা ব্যাংকগুলোকে দুর্বল করে লুটপাট করেছেন, তাদের বিচারের মুখোমুখি করা। ৬. দুর্বল ব্যাংকগুলোর আমানত গ্রহণ ও বিতরণ ছাড়া অন্য সব কার্যক্রম বন্ধ করে ক্ষতির দায় কে নেবে, তা স্পষ্ট করা। ৭. বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশ নিয়ে সাংবাদিকদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা নিরসন করা। ৮. রিজার্ভ চুরির জন্য দায়ীদের চিহ্নিত করে অর্থ প্রাপ্তির পরিমাণ ও অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা। ৯. ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা আলাদা করা। ১০. ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার সুফল পেতে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা।

৩০ ব্যাংকের এমডি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

দেশের সরকারি-বেসরকারি প্রায় ৩০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) যুক্তরাষ্ট্র যাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানও তাদের সঙ্গে যাচ্ছেন। প্রবাসীদের মধ্যে অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট সংক্রান্ত প্রচারের জন্যই তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ডলার সংকটের মধ্যে একসঙ্গে এত এমডির বিদেশ সফর নিয়ে ব্যাংকিং সেক্টরে উঠেছে নানা প্রশ্ন। শুক্রবার (১৭ মে) একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ মে নিউইয়র্কে একটি হোটেলে অফশোর ব্যাংকিং বিষয়ে প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের খরচ বহন করবে ব্যাংকগুলো। যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। অনুষ্ঠানে যোগ দেবেন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা।  বক্তব্য দেবেন- অগ্রণী ব্যাংকের এমডি মুরশেদুল কবীর, ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিন, ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হুসেইন, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন। প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের আয়োজনে আন্তর্জাতিক ব্যাংক সম্মেলনে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে যোগ দিতে আরও ২৫ ব্যাংকের এমডি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ব্যাংকগুলোর এমডির বিদেশ যাওয়া-সংক্রান্ত নথি অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক খাতে ডলারের জোগান বাড়াতে বিভিন্ন ব্যাংক অফশোর ব্যাংকিংকে বিশেষ জোর দিয়েছে। এ জন্য নানা প্রচারও চালাচ্ছে ব্যাংক। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের অফশোর ব্যাংকিংয়ের আওতায় ডলার জমায় উদ্বুব্ধ করতে দেশটিতে প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন / মিজান-লাভলু-বাশার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা কাস্টমস্ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে মিজান-লাভলু-বাশার পরিষদ প্যানেলের মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৬ মে) রাতে উত্তরা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদপ্রার্থী মো. মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ মোখলেছুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. খায়রুল বাশার প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন অন্যান্য প্রার্থী ও ব্যবসায়ীরা। 
১৭ মে, ২০২৪
মিজান-লাভলু-বাশার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চীনা পণ্য হটিয়ে বাজার দখল করছে বাংলাদেশি এসব পণ্য!

বাংলাদেশে চীনা পণ্যের ব্যবসা এতটাই রমরমা যে তাতে মোটামুটিভাবে বাজার দেশটির দখলে বললেও ভুল হবে না। পরিসংখ্যান অনুযায়ী, চীনা পণ্যের তুলনায় বহু অংশে পিছিয়ে আছে বাংলাদেশ। তবে কিছু কিছু ক্ষেত্রে চীনা পণ্য হটিয়ে বাজার দখল করছে বাংলাদেশি পণ্য। যেমন ক্যানভাস, পেপার হোল্ডার, টি-স্কেল ইত্যাদি। কিছুদিন আগেও এসব পণ্য চীন থেকে আসত। কিন্তু এখন এগুলো রাজধানী ঢাকাতেই তৈরি হয়। বিশেষ করে নিউমার্কেট-নীলক্ষেত এলাকায়। দেশে এসব পণ্য উৎপাদনের ফলে খরচও অনেক কমে গেছে। যেমন আগে দশ বাই দশ একটি ক্যানভাস বিক্রি হতো ৪০০ টাকায়। কিন্তু এখন দশ বাই দশ একটি ক্যানভাস বিক্রি হয় মাত্র ৪৫ টাকায়। আগে যে হোল্ডার ৬০০ থেকে ৭০০টাকা ছিল এখন তা বিক্রি হয় মাত্র ২২০ টাকায়। টি-স্কেল ছিল ২২০ টাকা কিন্তু দেশে উৎপাদনের ফলে এখন ১২০ টাকায় বিক্রি করা হয়। এ ছাড়া আরও এ রকম অনেক পণ্য আছে। যারা আর্টিসস্ট, যারা ড্রয়িং করে তারা সবচেয়ে বেশি ক্যানভাস কিনে। টি-স্কেল, পেপার হোল্ডার বেশি কিনে যারা পলিটেকনিকে এবং ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। ক্যানভাস তৈরির ক্ষেত্রে প্রথমে কাট সাইজ করা হয়, এরপর কাপড় লাগিয়ে পিন মারা হয়। সবশেষ রং করে রেখে দেওয়া হয়। এসব রং শুকাতে কখনো কখনো ৫ থেকে ৬ দিন সময় লাগে। রং শুকানোর পর বিক্রি করা হয়। এরপর সব সরঞ্জাম সংগ্রহ হয়ে গেলে ছবি আঁকা হয়। ছোট বড় সাইজের এসব ক্যানভাসে প্রাকৃতিক দৃশ্য, বিখ্যাত পেইন্টিং, কোনো পুরোনো ফটোগ্রাফ, এমনকি মানুষের ছবিও আঁকা হয়। মোবাইল ফোন থেকে শুরু করে আসবাবপত্রের বাজারের একটি বড় অংশ চীনের পণ্যের দখলে। বাংলাদেশে যে পরিমাণ পণ্য আমদানি করে আনা হয় তার তুলনায় খুব সামান্যই রপ্তানি হয় চীনে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মূল সমস্যা দক্ষ জনশক্তি ও প্রযুক্তিগত দক্ষতার অভাব। সেইসঙ্গে অবকাঠামোগত অসুবিধাও রয়েছে । যার কারণে চীনের সঙ্গে এই বিশাল ভারসাম্যহীনতা। চীনে এখন শ্রমের মূল্য বাড়ছে। ফলে তারা বিনিয়োগের প্রস্তাব নিয়ে এগিয়ে আসছে বাংলাদেশের মতো দেশগুলোতে। বাংলাদেশের এই সুযোগটি কাজে লাগানো দরকার। নিজ দেশের সাধারণ মানুষের জন্য তৈরি পোশাক পণ্য উৎপাদন থেকে সরে আসছে আসছে চীন। সেখানেও বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর যেহেতু বাংলাদেশের মোটামুটি সব পণ্যেই চীন শুল্ক সুবিধা দিয়ে থাকে, তাই চামড়াজাত শিল্প এবং জুতার বাজার হতে পারে বাংলাদেশের জন্য চীনে একটি লাভজনক ক্ষেত্র।
১৭ মে, ২০২৪
চীনা পণ্য হটিয়ে বাজার দখল করছে বাংলাদেশি এসব পণ্য!

‘চট্টগ্রাম বন্দর একদিন পৃথিবীর অন্য দেশের কার্যক্রম পরিচালনা করবে’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিদেশি বন্দর পরিচালনাকারিরা বিনিয়োগ করছে। আমি সম্ভাবনা ও স্বপ্ন দেখি, সময় আসবে চট্টগ্রাম বন্দর পৃথিবীর অন্য কোন দেশের কার্যক্রম পরিচালনা করবে। বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্পসহ মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণসংক্রান্ত চট্টগ্রাম বন্দর ও আবুধাবী পোর্টস গ্রুপের মধ্যে সমঝোতা স্মারকপত্র (এমওইউ) স্বাক্ষর’ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, বছরে ৫০ লাখ কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা নিয়ে ২০২৬ সালে টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর কথা রয়েছে।   অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আব্দুল্লা কাসিফ আল মৌদি, আবুধাবী পোর্টস গ্রুপের ইন্টারন্যাশনাল অফিসের রিজিওনাল চিফ এক্সিকিউটিভ অফিসার আহমেদ আল মুতায়া।  সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং আবুধাবী পোর্টস গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার সাইফ আল মাজরুই।  স্মারকপত্র অনুযায়ী আরব আমিরাতের আবুধাবী পোর্টস গ্রুপ বে-টার্মিনাল প্রকল্পসহ মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করবে। তারা অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যন্ত্রপাতিও সংগ্রহ করবে।  চট্টগ্রাম বন্দর গত ১৫ বছরে আন্তর্জাতিক বন্দরের সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মংলা বন্দরের আপগ্রেডেশন হচ্ছে। মংলা বন্দর চট্টগ্রাম বন্দরের মতো সক্ষমতা অর্জন করবে। পায়রা বন্দরে নির্মাণাধীন জেটিতে ২০০ মিটার দৈর্ঘ্যের  জাহাজ ভিড়েছে। এটা একটা নতুন অনুভূতি। আগে মাদার ভেসেলে পণ্য পরিবহনের জন্য আমাদের কলম্বো ও সিঙ্গাপুর বন্দরের ওপর নির্ভরশীল হতে হতো। বর্তমানে মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে। এতে করে নির্ভরশীলতা কমে যাবে। মাতারবাড়ি বন্দর আঞ্চলিক ‘হাব’-এ পরিণত হবে।  চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য সৌদিআরবের রেড সি গেটওয়ে টার্মিনালের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, খুব শিগগিরই এর কার্যক্রম শুরু হবে। বে টার্মিনাল নির্মিত হলে ২৪ ঘণ্টা জাহাজ আসা যাওয়া করবে। জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না। বে টারমিনালের সঙ্গে রোড, রেলওয়ে কানেক্টিভিটি থাকবে। পণ্য পরিবহন  সহজলভ্য হবে।  তিনি বলেন, বেটার্মিনাল বাংলাদেশের সমুদ্র পরিবহনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। অল্প সময়ের মধ্যেই টার্মিনালের মাল্টিপারপাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু করতে চাই। প্রকল্পের নথি বলছে, চট্টগ্রাম বন্দরের সক্ষমতার বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরের তীরে ‘বে- টার্মিনাল’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এরপর সম্ভাব্যতা যাচাইয়ে ২০১৭ সালে পরামর্শক নিয়োগ শেষে  ফিজিবিলিটি স্টাডি ও মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়। গতবছরের ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী কর্তৃক চূড়ান্ত মাস্টার প্ল্যান এর মোড়ক উন্মোচিত হয়। সমীক্ষা অনুযায়ী মাস্টার প্ল্যানের ১ হাজার ২২৫ মিটার দীর্ঘ দুটি কন্টেইনার টার্মিনাল এবং দেড় হাজার মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস টার্মিনালসহ মোট তিনটি টার্মিনাল রয়েছে।  তিনটি টার্মিনালের দৈর্ঘ্য ৪ দশমিক ৯৫ কিলোমিটার। মাস্টার প্ল্যানে মোট ১১টি জেটি রাখার প্রস্তাব করা হয়। চ্যানেলে যথোপযুক্ত নাব্যতা থাকায় সেখানে ১২ মিটার ড্রাফটের এবং ৩০০ মিটার দৈর্ঘ্যের জাহাজ ভিড়ানো সম্ভব হবে। আবহাওয়া এবং সাগরের বড় বড় ঢেউ থেকে রক্ষা করতে একটি ছয় কিলোমিটার দীর্ঘ ব্রেক ওয়াটার বা ঢেউনিরোধক বাঁধ নির্মাণ করা হবে। বে- টার্মিনাল থেকে বহিঃনোঙরের দূরত্ব এক কিলোমিটার। মাল্টিপারপাস টার্মিনালটি চট্টগ্রাম বন্দর এবং আবুধাবী পোর্টস গ্রুপ যৌথভাবে নির্মাণ করবে। এক হাজার ২২৫ মিটার দৈর্ঘ্যের একটি কন্টেইনার টার্মিনাল পিএসএ, সিঙ্গাপুর এবং অপরটি ডিপি ওয়ার্ল্ড, দুবাই অর্থায়ন করার সম্ভাবনা রয়েছে। ৬ কিলোমিটার দৈর্ঘ্যের ব্রেক ওয়াটার ও এক্সেস চ্যানেল ড্রেজিং করবে বিশ্বব্যাংক। বে টার্মিনাল প্রকল্পের জন্য ৬৬ দশমিক ৮৫ একর ব্যক্তি মালিকানাধীন জমি ইতোমধ্যে অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ৫০০.৬৯ একর সরকারি খাস জমি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। ব্রেক ওয়াটার নির্মাণের জন্য বিশ্ব ব্যাংক এর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
১৬ মে, ২০২৪
‘চট্টগ্রাম বন্দর একদিন পৃথিবীর অন্য দেশের কার্যক্রম পরিচালনা করবে’
আখাউড়া আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন
আখাউড়া আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন
মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী
মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী
জামালপুরে ধর্মঘট পালন করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা
জামালপুরে ধর্মঘট পালন করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা
রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পাঁচ প্রার্থীই আ.লীগের শীর্ষ নেতা, বিভক্ত কর্মীরা
পাঁচ প্রার্থীই আ.লীগের শীর্ষ নেতা, বিভক্ত কর্মীরা
ধান ক্ষেতে কৃষককে কুপিয়ে হত্যা
ধান ক্ষেতে কৃষককে কুপিয়ে হত্যা
করলা চাষে দ্বিগুণ লাভে খুশি কৃষক
করলা চাষে দ্বিগুণ লাভে খুশি কৃষক
আপেল বাগান দেখতে প্রতিদিন শত শত মানুষের ভিড়
আপেল বাগান দেখতে প্রতিদিন শত শত মানুষের ভিড়
আমার এলাকার সংবাদ
অনুসন্ধান

ইরানে দুই নারীসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

মাদকসহ বিভিন্ন অপরাধে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (১৮ মে) ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তিদের মধ্যে দুজন নারী রয়েছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিম অঞ্চলের উর্মিয়া কারাগারে মাদকের বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচজন পুরুষের সঙ্গে দুজন নারীর মৃত্যদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে পারভীন মোসাভি নামের দুই সন্তানের এক জননীও রয়েছেন।  এ ছাড়া নিসাপুরে ফাতেমিহ আব্দুল্লাহি নামের অপর এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে নিজের স্বামীকে হত্যার অভিযোগ করা হয়েছে।  আইএইচআর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ইরানে ২২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে চলতি মাসেই অন্তত ৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।  প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে পার্সিয়ান নববর্ষ এবং রমজানের ছুটির শেষে একটি নতুন ঢেউ শুরু হয়েছিল। তখন থেকে ১১৫ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জন নারী রয়েছেন।  এদিকে আগামীকাল সোমবার (২০ মে) এক ইহুদি যুবকের মৃত্যুদণ্ড দিতে পারে ইরান।  ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, ওই যুবকের নাম আরভিন ঘহরেমানি। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে। এ ছাড়া কামরান শেখেহ নামের এক কুর্দি নাগরিকও একই ঝুঁকিতে রয়েছেন।   
ব্রিটেনে শিশুর নাম মোহাম্মদ রাখার হিড়িক
ব্রিটেনে শিশুর নাম মোহাম্মদ রাখার হিড়িক
সৌদিতে প্রথমবার সাঁতারের পোশাকে নারী ফ্যাশন শো
সৌদিতে প্রথমবার সাঁতারের পোশাকে নারী ফ্যাশন শো
ইউরোপে ভয়ংকর মিশনে নেমেছে ন্যাটো-সিআইএ
ইউরোপে ভয়ংকর মিশনে নেমেছে ন্যাটো-সিআইএ
জান্তার হেলিকপ্টার ভূপাতিতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের
জান্তার হেলিকপ্টার ভূপাতিতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের
হেরে যাচ্ছে ইসরায়েল, বিস্ফোরক মন্তব্য মোসাদের সাবেক উপপ্রধানের
হেরে যাচ্ছে ইসরায়েল, বিস্ফোরক মন্তব্য মোসাদের সাবেক উপপ্রধানের
পার্লামেন্টে এমপিদের মধ্যে তুমুল মারামারি
পার্লামেন্টে এমপিদের মধ্যে তুমুল মারামারি
অভিনয়ের জন্য এক পয়সাও নেন না শাহরুখ খান
অভিনয়ের জন্য এক পয়সাও নেন না শাহরুখ খান
মুক্তি পাচ্ছে নিরব-স্পর্শিয়ার ‘সুস্বাগতম’ 
মুক্তি পাচ্ছে নিরব-স্পর্শিয়ার ‘সুস্বাগতম’ 
মায়ের বিদায় বেলায় মোনালির কণ্ঠে ‘তুমি রবে নীরবে’
মায়ের বিদায় বেলায় মোনালির কণ্ঠে ‘তুমি রবে নীরবে’
আনুষ্ঠানিকভাবে অর্থহীনের নতুন সদস্যের নাম ঘোষণা
আনুষ্ঠানিকভাবে অর্থহীনের নতুন সদস্যের নাম ঘোষণা
নিপুন কে, কি এবং কি করেন, তা তার নিজেরই ভেবে দেখা উচিত: ডিপজল
নিপুন কে, কি এবং কি করেন, তা তার নিজেরই ভেবে দেখা উচিত: ডিপজল
এখানে না এলে এই ভালোবাসা অনুভব করা হতো না
এখানে না এলে এই ভালোবাসা অনুভব করা হতো না
‘পূর্ণতা ২’ প্রস্তুত
‘পূর্ণতা ২’ প্রস্তুত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
প্লে-অফে যেতে কোহলিদের বাধা বৃষ্টি  
প্লে-অফে যেতে কোহলিদের বাধা বৃষ্টি  
বিজ্ঞপ্তির চাহিদা অনুযায়ী গম্ভীর কি আদৌ যোগ্য?
বিজ্ঞপ্তির চাহিদা অনুযায়ী গম্ভীর কি আদৌ যোগ্য?
অমরত্ব পেল লেভারকুসেন
অমরত্ব পেল লেভারকুসেন
২০২৩ সালের আগস্টের ১৯ তারিখ শুরু হয় জার্মান বুন্দেসলিগার এবারের মৌসুম। মৌসুমের প্রথম ম্যাচেই শক্তিশালী আরবি লেইপজিগের বিপক্ষে মাঠে নামে জাভি আলোনসোর বায়ার লেভারকুসেন। প্রথম ম্যাচের ৩-২ গোলের জয় দিয়ে শুরু তারপরের ২৮ ম্যাচের কোনটিতেই আর পরাজয় দেখতে হয়নি। ফলাফল বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে জার্মানির নতুন রাজা হিসেবে লেভারকুসেনের আবির্ভাব।   তবে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরও যে লেভারকুসেনের ইতিহাস গড়া বাকি ছিল। একবিংশ শতাব্দীর মাত্র তৃতীয় ক্লাব হিসেবে যে তাদের অপরাজিত থেকে লিগ শেষ করার রেকর্ড গড়তে হতো। জাভি আলোনসোর শিষ্যদের সেই রেকর্ড স্পর্শ করতে না দেয়ার সুযোগ ছিল শুধু অগসবুর্গের হাতে। তবে জার্মান রাজাদের সামনে আর দাড়াতে পারল না তারা। ২০২৩–২৪ বুন্দেসলিগা মৌসুমের শেষ দিন ছিল আজ। তাই ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর রীতি অনুযায়ী একই সময়ে মাঠে নামে বুন্দেসলিগার ১৮টি দল। লেভারকুসেনের অপরাজিত থেকে মৌসুম শেষের মাইলফলক নিজেদের করতে নিজেদের মাঠ বে অ্যারেনায় শুধু হার এড়োলেই চলত। তবে জাভি আলোনসোর শিষ্যরা জয় দিয়েই ঐতিহাসিক এই মৌসুম শেষ করতে চাচ্ছিল। সেই উপলক্ষ্যে ম্যাচের ১৩ মিনিটেই গোল করে লেভারকুসেনকে এগিয়ে দেয় তাদের নাইজেরিয়ার ফরোয়ার্ড ভিক্টর বোনিফেস। ২৭ মিনিটে লেভারকুসেনের আনন্দ দ্বিগুন করে দ্বিতীয় গোল করেন রবার্ট আনদ্রিখ। প্রথমার্ধের এ দুই গোলই লেভারকুসেনের জয়ের জন্য শেষ পর্যন্ত যথেষ্ট হয়ে ওঠে। অগসবুর্গে অবশ্য ৬২ মিনিটে একটি গোল পরিশোধ করে বসে। তবে লেভারকুসেনের ‘অপরাজেয়’ রেকর্ডে তা দাগ ফেলতে পারেনি।
কোন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি, চলছে বিতর্ক
কোন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি, চলছে বিতর্ক
শঙ্কায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ
শঙ্কায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ
ইভেন্ট
লা লিগা
লা লিগা
ইপিএল
ইপিএল
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ লিগ
ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেন
উইম্বলডন
উইম্বলডন
লঙ্কা প্রিমিয়ার লিগ
লঙ্কা প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
বুন্দেসলিগা
বুন্দেসলিগা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ইউরোপা লিগ
ইউরোপা লিগ
ইউএস ওপেন
ইউএস ওপেন
X